Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানিজন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
Bengali Serial

সন্দীপ্তা-স্বস্তিকা কেউ নন! জলসাকে টক্কর দিতে জি-বাংলার ‘রানি ভবানী’ কে?

নাটোরের এই বীরাঙ্গনার চরিত্রে স্টার জলসা বেছে নিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই সামনে এসেছে জলসার ভবানীর ঝলক। কিন্তু জি-বাংলা যেন মুখে কুলুপ এঁটেছে! 

সন্দীপ্তা-স্বস্তিকা কেউ নন! জলসাকে টক্কর দিতে জি-বাংলার ‘রানি ভবানী’ কে?

কে হচ্ছেন জি-বাংলার রানি ভবানী?

শেষ আপডেট: 14 May 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস ফিরে ফিরে আসে। ধারাবাহিকের প্লটও! বিগত বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় জোর চর্চা। 'কাদম্বিনী' স্মৃতি উস্কে দিয়ে জি বাংলা ও স্টার জলসা-- এই দুই চ্যানেলেই আসছে রানী ভবানীকে নিয়ে ধারাবাহিক। 

নাটোরের এই বীরাঙ্গনার চরিত্রে স্টার জলসা বেছে নিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই সামনে এসেছে জলসার ভবানীর ঝলক। কিন্তু জি-বাংলা যেন মুখে কুলুপ এঁটেছে! কে হবে ওই চ্যানেলের ভবানী তা নিয়ে চলছে জল্পনা। নিত্যদিনই সামনে আসছে একের পর এক নাম!

 

এই যেমন কিছুদিন আগেই শোনা গিয়েছিল স্বস্তিকা দত্তের নাম। যদিও সূত্র জানাচ্ছে, ভবানীর চরিত্রে তিনি অভিনয় করছেন না! এরপর উঠে আসে অভিনেত্রী সন্দীপ্তা সেনের নাম। এও শোনা যায়, সন্দীপ্তার নাকি লুকসেটও হয়েছে। তবে যাবতীয় জল্পনা-কল্পনাকে নস্যাৎ করে সন্দীপ্তা দ্য ওয়ালকে বলেন, "আমি করছি না। পিরিয়ড ধারাবাহিক এমনিতেই অনেক সময় ধরে হয়। এই মুহূর্তে সেই পরিমাণ সময় দেওয়ার অবস্থায় আমি নেই। কিছু দিন আগে শোনা গিয়েছিল আমি আর হানি বাফনা নাকি এক ধারাবাহিক করছি। যদিও সে খবরেরও কোনও প্রমাণ নেই।"

তবে কে হচ্ছেন জি-বাংলার রানি ভবানী? শোনা যাচ্ছে হদিশ নাকি চলছে। এও জানা যাচ্ছে, নতুন মুখ নয় বরং এত বড় এক চরিত্রের জন্য পুরনো চালেই আস্থা রাখছে প্রযোজনা সংস্থা। চূড়ান্ত কিছু হয়নি, তবে খোঁজ চলছেই। এও জানা যাচ্ছে, বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে এটি। ইন হাউজ প্রোডাকশন নয় এটি জি-বাংলার। যত দিন যাচ্ছে ততই যেন ধারাবাহিকটকে নিয়ে উত্তেজনা বাড়ছে সাধারণের মধ্যেও।

তবে সিঁদুরে মেঘ দেখছেন সিনেপ্রেমী সাধারণ মানুষও। কাদম্বিনীর ফলাফল বলে, একই বিষয় নিয়ে দুই ধারাবাহিক দুই প্রধান চ্যানেলে শুরু হওয়ায় আখেরে ক্ষতিই হয়েছে ব্যবসায়িক দিক দিয়ে। দুটি ধারাবাহিকের কোনওটাই টিআরপিতে উল্লেখযোগ্য ফলাফল পায়নি। এ ক্ষেত্রেও কি এমনটা হতে পারে? আশঙ্কা রয়েছে, কোনওভাবেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


ভিডিও স্টোরি