শেষ আপডেট: 3rd January 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: কাপুর পরিবার বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার। রাজ কাপুরের লিগাসি আজও বয়ে নিয়ে যাচ্ছেন তাঁর উত্তরসূরীরা। অর্থ থেকে আধিপত্য কিছুতেই কমতি নেই তাঁদের। তবে যে জিনিসের কাপুর পরিবারে বড় অভাব তা হল লেখাপড়া। কাপুর পরিবারে কেউই স্নাতক নন, একজন ছাড়া।
সেই একজন কে জানেন ? শুনলে অবাক হতে হয় ৬৭ বছর বয়সে নিজের শিক্ষা সম্পূর্ণ করেন সেই কাপুর। বর্তমানে তিনি একজন সফল শিক্ষক। সেই কাপুর হলেন আদিত্য রাজ কাপুর। কার সন্তান তিনি?
কাপুর পরিবারের স্টাইল আইকন শাম্মি কাপুরের সন্তান আদিত্য রাজ কাপুর। পরিবারের আর সকলের মতো তিনিও শুরুটা করেছিলেন ছবির জগৎ দিয়েই। তবে ছবি কোনওদিনই তাঁকে টানেনি সেভাবে। খুব একটা নামও অর্জন করতে পারেননি আদিত্য সেখানে। ইচ্ছে ছিল পড়াশোনার। তাই সাতপাঁচ না ভেবে সেই ইচ্ছেকেই বাস্তবে রূপদান করেন আদিত্য।
২০২৩ সালে দর্শনশাস্ত্র নিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন তিনি। একই সঙ্গে জায়গা করে নেন ভারতের অন্যতম বর্ষীয়ান স্নাতকের তালিকায়। ২০২৪ সালের অগস্ট মাস থেকে পেশাগত ভাবে শিক্ষকতা শুরু করেন তিনি।
১৯৫৬ সালে জন্ম হয় আদিত্যর। গীতা বালি ও শাম্মি কাপুরের সন্তান তিনি। সানাওয়ারের লরেন্স স্কুলের প্রাথমিক শিক্ষালাভের পর 'ববি' ছবিতে সহকারী পরিচালর ভূমিকায় কাজ শুরু করেন তিনি। এর পর একটা লম্বা ব্রেক। ফের তাঁকে দেখা যায় ২০১০ সালে। 'চেস' নামক এক ছবি করেন তিনি। সেই ছবি হিট হয়নি। করোনার সময় ফিল্মি দুনিয়াকে চিরতরে বিদায় জানান আদিত্য। আর কাপুর পরিবারও পেয়ে যায় পরিবারের প্রথম গ্রাজুয়েটকে।