শেষ আপডেট: 27th January 2025 16:36
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে এবং ক্রিকেটের ময়দানে একসঙ্গে সমান দক্ষতা দেখিয়ে নজির গড়েছিলেন এক বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন এমন একজন, যিনি একদিকে ভারতের জাতীয় ক্রিকেট দলে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন, আবার অন্যদিকে বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। তবুও, এই উল্কার গতিতে ওঠা তারকার জীবনজুড়ে ঘটে গিয়েছে এক বিস্ময়কর উত্থান-পতনের কাহিনি, যা সিনেমার গল্পকেও হার মানায়।
এই প্রতিভাবান ব্যক্তিত্ব হলেন সলিল আঙ্কোলা। ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে মাত্র ২৮ বছর বয়সে চোটের কারণে তাঁর ক্রিকেট কেরিয়ার আকস্মিকভাবে থেমে যায়। খেলোয়াড়ি জীবন শেষ হলেও, সলিল হাল ছাড়েননি। এরপর তিনি অভিনয় জগতে প্রবেশ করেন।
বলিউডে তার যাত্রা শুরু হয় ২০০০ সালে সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ছবি ‘কুরুক্ষেত্র’-এর মাধ্যমে। এরপর তাকে ‘পিতা’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-এর মতো ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায়। টেলিভিশনেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘শশশ... কোই হ্যায়’ এবং ‘কোরা কাগজ’-এর মতো শোতে তার উপস্থিতি দর্শকদের মন কেড়েছিল।
তবে, সাফল্যের এই জায়গা ধরে রাখা তার পক্ষে সহজ হয়নি। ২০০৮ সালের মধ্যেই তাঁর কেরিয়ার প্রায় তলানিতে এসে পৌঁছায়। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে তিনি মদ্যপানের আসক্তিতে ভুগতে শুরু করেন। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যায়। তারপরে ২০১১ সালে তাঁর ১৯ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে।
তবুও, হার মানেননি সলিল। ধীরে ধীরে জীবনে ঘুরে দাঁড়ান। ২০১৩ সালে ‘সাভিত্রী’ শোয়ের মাধ্যমে তিনি আবার টেলিভিশনে ফিরে আসেন। ২০১৫ সালের পর তাকে ‘কর্মফল দাতা শনি’ শোতেও দেখা যায়। বর্তমানে সলিল তাঁর দ্বিতীয় স্ত্রী এবং মেয়ের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। বহু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে তাঁর জীবনে শান্তি ফিরে এসেছে।