শেষ আপডেট: 8th January 2025 22:23
দ্য ওয়াল ব্যুরো: হ্যাঁ ঠিকই শুনছেন। মনোজ বাজপেয়ীর স্ত্রী শাবানা রাজা ওরফে নেহা বাজপেয়ীকে কামড়ে দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। একটি সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেন মনোজ। এক কালে বলিউডে কাজ করার স্বপ্ন দেখলেও কেন অভিনেত্রী হুট করে অন্তরালে চলে গেলেন সেই নিয়ে খোলসা করলেন অভিনেতা।
লড়াই করে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন মনোজ বাজপেয়ী। গ্যাঙ্গেস অফ ওয়াসিপুর থেকে দ্য ফ্যামিলি ম্যান। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তিনি অভিনয় জগতে সাফল্য পেলেও তাঁর স্ত্রী ২০০৯ সালে বলিউড কেরিয়ারকে বাই বাই জানান। এই নিয়ে একাধিক প্রশ্ন থাকলেও কেউ সহজে সরাসরি অভিনেতাকে জিজ্ঞাসা করেননি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নেহার কথা ওঠে। তাঁর কেরিয়ার ও বলিউডের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে মনোজ নেহার লড়াইয়ের কথা উল্লেখ করেন। তিনি জানান, নেহা বাজপেয়ীনিজে বলিউডকে বিদায় জানিয়েছেন, এমন নয়। বলিউড তাঁকে কাজ দেয়নি। তিনি কোনও চিত্রনাট্য পাননি। কাজের অফার পাননি। ফলে কিছুটা বাধ্য হয়েই বিদায় নিতে হয়।
এই প্রসঙ্গেই ওঠে বলিউডের গ্ল্যামার দুনিয়ার চাদর। ভিতরে ঠিক কী হয়, তা জানা যায়। অভিনেতা জানান, ১৯৯৮ সালে 'করীব' বলে একটি সিনেমায় কাজ করেছিলেন নেহা। প্রথম ছবির কাজ। বলিউডে কোনও গদ ফাদার নেই। নেই পরিবারে অভিনয়ের প্রথাও। ফলে সেসময় অভিনয়, বিশেষ করে সিনেমায় অভিনয় সম্পর্কে খুব বেশি কিছু অভিনেত্রী জানতেন না।
একদিন শ্যুটিংয়ের সময় তাঁকে কামড়ে দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। কেন? মনোজ বলেন, 'একটি শটে নেহাকে বাঁ হাত তুলতে হত। কিন্তু প্রতিটা টেকে ও ডান হাত তুলছিল। ও ভুলে যাচ্ছিল ক্যামেরার সামনে। যাতে ভুল বার বার না হয়, তার জন্য ওর বাঁ হাতে কামড়ে দিয়েছিলেন বিধু। আমার সঙ্গে এটা কেউ করতেই পারবে না।'
অভিনেতা এর পর আরও বলেন, 'ও বলিউডে নতুন ছিল। জানতই না কোনটা ঠিক কোনটা ভুল। এই ঘটনার সময় ও ভেবেই নিয়েছিল এভাবেই বোধহয় সিনেমায় কাজ হয়। সকলে বোধহয় এভাবেই ব্যবহার করেন। ওর মনে হয়েছিল সিনেমা বানাচ্ছেন মানে কেউ যা খুশি করতে পারেন।'
এরপরই মনোজ উল্লেখ করেন রাজনীতিও ওর কেরিয়ার শেষ হওয়ার একটা বড় দিক। বলেন, 'বলিউডে ওর কোনও পরিচিত মানুষ ছিল না। কোনও মেন্টর ছিল না। ওর কাছে কাজ আসা কমে যায় ও একটা সময়ে বন্ধ হয়ে যায়।'
করীব সিনেমায় সানি দেওলের বিপরীতে কাজ করেছিলেন অভিনেত্রী। এই ঘটনার সাক্ষী তিনিও ছিলেন। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে তিনিও বিষয়টির উল্লেখ করেন।
নেহা বাজপেয়ী'ফিজা', 'হোগী প্যায়ার কি জিত'-সহ আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। ২০০৯ সালে শেষবারের মতো 'অ্যাসিড ফ্যাক্টরি' নামের একটি সিনেমায় অভিনয় করেন।