শেষ আপডেট: 8th January 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় দত্তের জীবনে নারীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর বায়োপিকেই স্পষ্ট করা হয়েছিল সংখ্যাটা। সগর্বে তিনি ঘোষণাও করেন ঠিক কত জন নারী তাঁর শয্যাসঙ্গিনী হন। এ হেন সঞ্জয়ের 'দৃষ্টি' থেকে ছাড় পাননি দীপিকাও! তাঁকে নিয়ে করা অভিনেতার এক বেফাঁস মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। কী বলেছিলেন সঞ্জয়?
দীপিকার রূপে এতটাই মোহিত হয়ে পড়েন সঞ্জয়, একটা সময় স্ত্রী মান্যতাকে ডিভোর্স দিয়ে দীপিকাকেই স্ত্রী বানানোর ইচ্ছে প্রকাশ করে ফেলেন এক সাক্ষাৎকারে। এমনকি বয়সের ফারাকের জন্যই তা সম্ভব হচ্ছে না, এমনটাও বলতে শোনা যায় তাঁকে। মাধুরী দীক্ষিতের আইকনিক ডান্স নম্বর 'চোলি কি পিছে'তে দীপিকাকেই দেখতে চান তিনি, জানান সঞ্জয়। যদিও এর উত্তরে দীপিকাকে কিছু বলেননি।
জীবনে তিন বার বিয়ে করেছেন সঞ্জয়। ১৯৮৭ সালে তিনি বিয়ে করেন রিচা শর্মাকে। কিন্তু ১৯৯৬ সালে ক্যানসারে মৃত্যু হয় রিচার। এর ঠিক বছর দুয়েকের মধ্যেই ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। তাঁদের বিচ্ছেদ হয় ২০০৮ সালে।
ওই বছরই মান্যতাকে বিয়তে করেন সঞ্জয়। ২০২৫-- এখনও মান্যতার সঙ্গেই সংসার করছেন তিনি। তাঁদের দুই ছেলে-মেয়েও রয়েছে। কিছু বছর আগেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা চলে তাঁর। ক্যানসারের যুদ্ধে আজ তিনি জয়ী। কাজও করছেন চুটিয়ে।
অন্যদিকে দীপিকা পাড়ুকোনও ব্যক্তিগত জীবনে খুশি। গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন তিনি। এই মুহূর্তে যদিও কাজ থেকে খানিক বিরতি নিয়েছেন। জানিয়েছেন , মেয়ে দুয়াকে একা হাতেই বড় করতে চান। নির্ভর করতে চান না পরিচারিকার উপর।