শেষ আপডেট: 7th March 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর (Ranbir Kapoor), বলিউডের অন্যতম হ্যান্ডসম স্টার। একসময় একের পর এক নায়িকার মনে জায়গা করে নিয়েছিলেন। কখনও প্রেমের কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন, আবার কখনও বিচ্ছেদের জেরে বিতর্কে জড়িয়েছিলেন। তবে এখন তিনি পুরোপুরি আলিয়া ভাটের স্বামী। দাম্পত্য জীবন সামলেও রণবীর অভিনয়ে নিজের জায়গা ধরে রেখেছেন।
অভিনয়ে তিনি সব সময়ই স্বচ্ছন্দ, তবে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে খুব একটা দেখা যেত না। কিন্তু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে সেই ছক ভেঙে নজর কেড়েছেন রণবীর। তবে ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য? সে অভিজ্ঞতা তাঁকে বেজায় অস্বস্তিতে ফেলেছিল।
নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বর্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা শুনেই কালঘাম ছুটে গিয়েছিল। ঐশ্বর্যাকে ছোঁয়ার আগে নাকি রীতিমতো নার্ভাস হয়ে যেতেন রণবীর। কপিল শর্মার শো-তে ঐশ্বর্যার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে মজার ছলে বলেছিলেন, "ঐশ্বর্যা যখন স্নান করেন, তখন জলেরই স্নান হয়ে যায়!"
এই জুটির রসায়ন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। তবে তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ঐশ্বর্যার পরিবার নাকি একেবারেই খুশি ছিলেন না। এমন কানাঘুষো শোনা গিয়েছিল বলিউডে। শোনা যায়, ঐশ্বর্যা এই দৃশ্যের ব্যাপারে পরিবারের সঙ্গে খোলাখুলি কিছুই বলতে পারেননি। এই ছবি মুক্তির পরে বলিপাড়ায় কান পাতলে এমনও শোনা গিয়েছিল যে বচ্চন পরিবারে নাকি বৌমার এমন সিনেমা করা নিয়ে অশান্তি লেগেই ছিল। যদিও এ সবটাই ছিল গুজব।