শেষ আপডেট: 28th March 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর একসময় প্রকাশ্যেই বলেছিলেন, তিনি অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চান! তবে তখনই অনুষ্কার জীবনে ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারের সময় রণবীর বলেছিলেন, “বিরাট খুবই ভাগ্যবান পুরুষ।” সেই মন্তব্য নিয়েই সে সময় বেশ চর্চা হয়েছিল।
সেই কথোপকথনের সময় রণবীর অনুষ্কার প্রতি তাঁর বিশেষ অনুভূতির কথা সকলের সামনেই প্রকাশ করেছিলেন। যদিও অনুষ্কা সবসময় রণবীরকে ভালো বন্ধু হিসেবেই দেখেছেন। অনেকে মনে করেন, তিনি রণবীরকে ‘ফ্রেন্ডজোন’ করেছিলেন। তবে বাস্তবে তাঁদের বন্ধুত্ব বেশ দৃঢ়।
এই ছবিতেই অনুষ্কা শর্মা ও ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে চুম্বন দৃশ্য ছিল রণবীরের। তবে ঐশ্বর্যর সঙ্গে চুম্বনের দৃশ্য থাকলেও, সেটি স্ক্রিনে ফুটিয়ে তোলার সময় আসলেই তাঁকে চুমু খাননি রণবীর। কিন্তু অনুষ্কার ক্ষেত্রে পুরো ব্যাপারটাই ছিল বাস্তব! রণবীর নিজেই মজার ছলে বলেছিলেন, তিনি অনুষ্কাকে আরও বেশি চুমু খেতে চেয়েছিলেন।
বিরাটের দিকেও ইঙ্গিত করে বলেছিলেন, "কেউ একজন খুবই ভাগ্যবান!" তবে সে সময় অনুষ্কা বিরাটের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি। পরবর্তীতে বিরাট-অনুষ্কার প্রেম পরিণতি পায়। তাঁদের এখন দুই সন্তান— ভামিকা ও অকায়। অন্যদিকে রণবীর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আলিয়া ভাটকে বিয়ে করেন। তাঁদেরও রয়েছে এক কন্যাসন্তান— রাহা কাপুর।