বলিউড পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার করণ জোহর সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘ভারত প্যাভিলিয়ন’-এ অংশ নেন এবং সেখানে নিজের অতীতের অভিজ্ঞতার কথা বলেন।
করণ জোহর
শেষ আপডেট: 22 May 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার করণ জোহর সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘ভারত প্যাভিলিয়ন’-এ অংশ নেন এবং সেখানে নিজের অতীতের অভিজ্ঞতার কথা বলেন। তাঁর স্মৃতিতে জ্বলজ্বল করছে সেই ২০০২ সালের কানের বাজারে প্রথম পদার্পণের মুহূর্ত, যখন তিনি বাবার সঙ্গে ‘কভি খুশি কভি গম’ সিনেমা নিয়ে এসেছিলেন।
করণ বলেন, "আমার অনেক আবেগ জড়িয়ে রয়েছে কান উৎসবের সঙ্গে। ২০০২ সালে আমি ও আমার বাবা যশ জোহর এখানে এসেছিলাম। তখনই প্রথম ইউরোপে আমাদের সিনেমা পৌঁছনোর শুরু হয়েছিল। আমি মনে করি, বাবার সেই পদক্ষেপটা খুব ছোট মনে হলেও সেটাই একটা সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত করেছিল।"
তিনি জানান, "তখন ‘কভি খুশি কভি গম’-এর ইউরোপিয়ান রাইটস মাত্র ৫০০০ ডলারে বিক্রি করেছিলেন বাবা। আমি তাঁকে বলেছিলাম, ‘এত কম টাকায় বিক্রি! এটা কিছুই না।’ তখন তিনি বলেছিলেন, ‘শুরুটা তো করতে হবে। দেখা যাক কোথায় যায়।’ দুর্ভাগ্যবশত, তিনি বেঁচে ছিলেন না এটা দেখার জন্য যে, আমাদের সিনেমা — বিশেষত শাহরুখ খানের সিনেমাগুলি — পরে কতটা প্রভাব ফেলেছে ইউরোপে।"
করণ আরও বলেন, “ওই একই বছরে ‘দেবদাস’-এর স্ক্রিনিং হয়েছিল এখানে। ঐশ্বর্যা রাই বচ্চন ও শাহরুখ খান রেড কার্পেটে ছিলেন। ঐশ্বর্যা তো কান উৎসবের রানী — যখনই তিনি এখানে আসেন, সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। এবারও তিনি এসেছেন। এটা মনে পড়ে খুব ভাললাগে।”
এবার কান উৎসবে করণের প্রযোজিত ছবি ‘হোমবাউন্ড’ জায়গা করে নিয়েছে Un Certain Regard বিভাগে। এর আগেও ২০১৩ সালে পরিচালক হিসেবে তিনি কানে উপস্থিত ছিলেন ‘বম্বে টকিজ’ ছবির জন্য — যেখানে তাঁর সঙ্গে ছিলেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। সেই বছরই কানে গুণীত মঙ্গার সঙ্গে তাঁর প্রথম দেখা হয় এবং সেখানে ‘দ্য লাঞ্চবক্স’ দেখে তিনি মুগ্ধ হন।
“আমি তখন ঠিক করি ভারতীয় দর্শকের জন্য আমি ছবিটা উপস্থাপন করব। এরপর থেকেই এই উৎসবটা আমার কাছে শুধু একটা ফিল্ম ইভেন্ট নয়, একটা আবেগ," বললেন করণ। এই বছর কান চলচ্চিত্র উৎসবে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তত্ত্বাবধানে এনএফডিসি ও ফিক্কি-র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত প্যাভিলিয়ন’ — যেখানে একাধিক সেশনে ভারতীয় সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে।