ইসলাম ধর্মাবলম্বী হয়েও শিবের বারে উপোস করতে চেয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বাঙালি স্ত্রী সুতপা শিকদার।
শেষ আপডেট: 13 May 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০২০। ক্যানসারে আচমকাই প্রয়াত হন ইরফান খান। জনদরদী, সুঅভিনেতা হিসেবে পরিচিত ছিলেন ইরফান। শুধু তাই নয়, সব ধর্মের প্রতিই ছিল অগাধ শ্রদ্ধা।
ইসলাম ধর্মাবলম্বী হয়েও শিবের বারে উপোস করতে চেয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বাঙালি স্ত্রী সুতপা শিকদার।
সুতপার কথায়, "ইরফান কিছুতেই উপোস করতে পারত না। তবে শেষ দুই বছর ওর উপোস করতে খুব ইচ্ছে হত। একদিন বলল, সপ্তাহে একদিন উপোস করবই। এর পর বলল, 'সোমবার উপোস করব। শিবের বার তো'।"সুতপা আরও যোগ করেন, "ওর কাছে ধর্ম মানে ছিল আধ্যাত্মিকতা। রামকৃষ্ণ-বিবেকানন্দের বই থেকে শুরু করে মহাবীরা, ওশো...সব ধর্মগ্রন্থই মন দিয়ে পড়ত ও।"
১৯৯৫ সালে বিয়ে করেন সুতপা ও ইরফান। ১৯৯৮ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান বাবিল। ইরফানের সঙ্গে বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি সুতপা। তিনি মনে করেন, নিজেই নিজের মতো করে এক ধর্ম পালন করতেন ইরফান। তাঁর স্ত্রীর থেকেই জানা যায়, ছবির দুনিয়া ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন তিনি। যদিও সে সব ইচ্ছে পূর্ণ হওয়ার আগেই মারা যান তিনি। তবু বলিউড সহ অন্যান্য ফিল জগৎকে নিজের অভিনয়ের মারফৎ পূর্ণ করেছেন তিনি। ইরফান ভোলবার নন।