শেষ আপডেট: 3rd January 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: 'মার্ডার' ছবির কথা মনে আছে? গোটা ছবি জুড়ে ইমরান হাসমি ও মল্লিক শেরাওয়াতের চুমুর দৃশ্যের কথা আজও ভোলেনি সিনেবাফরা। তবে 'মার্ডার'-এর রেকর্ডও ভেঙে দিয়েছিল যে ছবি, তা হল 'বেফিকরে'। ওই ছবির নায়ক ছিলেন রণবীর সিং। আর সেখানেই নায়িকা বাণী কাপুরকে গোটা ছবি জুড়ে প্রায় ২৩ বার চুমু খেতে হয় তাঁকে। দুর্ভাগ্যের ব্যাপার সব জেনেও চুপ থাকতে বাধ্য হন দীপিকা! কিন্তু কেন?
'বেফিকরে' মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। সে সময় দীপিকার সঙ্গে রণবীর সিং সম্পর্কে থাকলেও বাইরের দুনিয়ার কাছে তা স্বীকার করতেন না কেউই। রটে, বাণীকে এই ২৩ বার চুমু নাকি মোটেও ভালভাবে নেননি দীপিকা। নানা ধরনের প্রতিবেদনও প্রকাশিত হয়। যদিও আত্মপক্ষ সমর্থনের জো ছিল না দীপিকার, সম্পর্কের কথা যে কেউ জানে না!
পরবর্তীতে যদিও এই নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা। রেগে যাওয়ার ঘটনা অস্বীকার করে তিনি বলেন, "আমি তো এইসব কিছুই জানি না। বেশিরভাগ ক্ষেত্রেই যদিও এই সব নিয়ে মুখ খোলার প্রয়োজন আমি বোধ করি না। বেশ অবাক লাগছে দেখে যে যা রটেছে তা মিথ্যে। সেই মিথ্যের আবার যে ভার্সন বের হয়েছে তার মধ্যেও বিশেষ কোনও সত্যতা নেই।"
চুমু নিয়ে আপত্তি নেই-- এমনটাই জানিয়েছিলেন দীপিকা। বক্সঅফিসে যদিও এই ছবি খুব একটা হিট হয়নি। দর্শকমনে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি 'বেফিকরে'।
গত বছর সেপ্টেম্বরে মা হয়েছেন দীপিকা। ঘর আলো করে এসেছে তাঁর ও রণবীরের সন্তান দুয়া। আপাতত শুটিংয়ে তিনি ফিরবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। পরিচারিকার কাছে নয়, নিজের হাতেই মেয়েকে মানুষ করতে চান তিনি, এমনটাই জানিয়েছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।