শেষ আপডেট: 11th February 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা জগতের দুনিয়ায় যেমন তাঁর অবদান অবিস্মরণীয়। তেমনই বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবনও আজও সমানভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে। অসংখ্য পুরুষ তাঁর সৌন্দর্যে মুগ্ধ, জীবনে এসেছে একাধিক প্রেম, তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ—সবকিছু মিলিয়ে তাঁর জীবন যেন রূপোলি পর্দারই এক নাটকীয় চিত্রনাট্য।
বলিউডের ‘উমরাওজান’ রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমের গল্প আজও বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। তাঁদের সম্পর্ক নিয়ে বহু গুজব থাকলেও অমিতাভ বচ্চন কখনও তা প্রকাশ্যে স্বীকার করেননি। বিপরীতে, রেখা একাধিকবার অকপটে স্বীকার করেছেন যে, তিনি অমিতাভকে গভীরভাবে ভালবাসতেন।
সম্প্রতি এমনই এক পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। 'বিগ বস সিজন ৮'-এর একটি ক্লিপ রেডিট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে, যেখানে সলমন খানের শো-তে অতিথি হিসেবে এসেছিলেন রেখা। মজার ছলে সলমন খান তাঁকে তাঁর 'দাবাং' লুকের সানগ্লাস উপহার দেন এবং নিজের আইকনিক সংলাপ শিখিয়ে দেন।
সলমনের ডায়লগ শুনে রেখা হেসে বলেন, 'থাপ্পড় সে না ডর লাগতা হ্যায় স্যার। আমি প্রেমকেও ভয় পাই না, কারণ আমি তা অসীমভাবে করতে পারি। তবে আমি কেবল একটি জিনিসকেই ভয় পাই—বিগ বি, বিগ বস!'
রেখার এই মন্তব্যে সলমন খান হেসে ওঠেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। অনেকে মজা করে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এর আড়ালে লুকিয়ে থাকা অতীতের সম্পর্কের ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করছেন। রেখার এই খোলামেলা স্বীকারোক্তি প্রমাণ করে, তাঁর ব্যক্তিত্বের মোহ আজও অমলিন, আর তিনি বরাবরই সাহসের সঙ্গে নিজের মনের কথা বলতে দ্বিধা করেন না।