শেষ আপডেট: 25th February 2025 22:55
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর রূপ, অভিনয় ও ব্যক্তিত্বের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। আজ তিনি কোটি কোটি টাকার মালিক, আন্তর্জাতিক মঞ্চেও সমানভাবে সফল। কিন্তু জানেন কি, কেরিয়ারের শুরুর দিকে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে কাজ করেছিলেন এই বিশ্বসুন্দরী?
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের আগে বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছিল তাঁকে। সেই সময় এক জামাকাপড়ের ব্র্যান্ডের জন্য মডেলিংয়ের অফার আসে ঐশ্বর্যার কাছে। তাঁর সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে ও সোনালী বেন্দ্রের মতো অভিনেত্রীরাও, যাঁরা তখনও বলিউডে পরিচিত মুখ হননি। ঐশ্বর্যার পারিশ্রমিক ছিল মাত্র ১৫০০ টাকা! সেই ফটোশুটের ছবিগুলি আজও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁকে দেখে চেনাই মুশকিল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছু। ঐশ্বর্যা মিস ওয়ার্ল্ড হওয়ার পরই তাঁর কেরিয়ার গ্রাফ পাল্টে যেতে থাকে। একের পর এক ছবিতে তাঁর অভিনয় ও সৌন্দর্য দর্শকদের মন জয় করে নেয়। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনসালির ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্যার অভিনয় প্রথমবার দর্শকদের মুগ্ধ করে। সলমন খান ও অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি প্রমাণ করেন, শুধু সৌন্দর্য নয়, অভিনয়েও তিনি সমান পারদর্শী। এই ছবির জন্যই প্রথমবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার পান ঐশ্বর্যা।
এরপর আসে আরও বড় সাফল্য। ২০০২ সালে মুক্তি পায় ‘দেবদাস’। শাহরুখ খানের সঙ্গে তাঁর অনবদ্য রসায়ন ও পার্বতীর চরিত্রে তাঁর সংবেদনশীল অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। শুধু দেশেই নয়, এই ছবি আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়। কান চলচ্চিত্র উৎসবে ছবির স্ক্রিনিংয়ে ঐশ্বর্যার উপস্থিতি নজর কাড়ে বিশ্ববাসীর।
২০০৮ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘জোধা আকবর’ ছবিতে ঐশ্বর্যা অভিনয় করেন রাজপুত রাজকন্যার চরিত্রে। হৃতিক রোশনের সঙ্গে তাঁর এই ঐতিহাসিক প্রেমকাহিনি দর্শকদের মুগ্ধ করে। ছবিতে ঐশ্বর্যার সৌন্দর্য ও সাবলীল অভিনয় এক অনন্য মাত্রায় পৌঁছে দেয় তাঁকে। এই ছবিগুলোর মাধ্যমে শুধু বলিউড নয়, আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের জনপ্রিয়তা প্রতিষ্ঠা করেন ঐশ্বর্যা।