শেষ আপডেট: 5th October 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: বরুণ ধওয়ান এবং শ্রদ্ধা কপূর, সিনেমা জগতে পা রাখার অনেক আগে থেকেই একে অপরের সঙ্গে পরিচয় ছিল। পেশাগত কারণে তারপরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। স্কুলজীবন থেকেই নাকি বরুণকে মনে মনে ভালবাসতেন শ্রদ্ধা। তাঁদের এমন সম্পর্ক মোটেই লুকনো ছিল না বলিপাড়ায়। তাহলে সেই প্রেম কেন পরিণতি পেল না?
তা নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ডেভিড ধওয়ান (বরুণের বাবা) ও শক্তি কপূর (শ্রদ্ধার বাবা) একে অপরের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’ এবং ‘জুড়ওয়া’র মতো একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন ডেভিড। সেই সূত্রেই আমার সঙ্গে আলাপ হয় বরুণের।'
বরুণের সঙ্গে আলাপ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, '২০১৫ সালে মুক্তি পায় ‘এবিসিডি ২’। এই ছবিতে প্রথম বার আমি বরুণের সঙ্গে অভিনয় করেছিলাম। তবে অনেক আগে থেকেই আমি ওকে চিনতাম। ছোটবেলা থেকেই বরুণের প্রতি ভাল লাগা তৈরি হয়েছিল আমার।'
শ্রদ্ধা আরও বলেন, 'আমি বরুণকে প্রেম নিবেদনও করেছিলাম। কিন্তু ওর থেকে কোনও উত্তর পাইনি। বরুণকে একদিন হঠাৎই বলেছিলাম ‘ইউ লাভ আই।’ আর সেই সঙ্গে বলেছিলাম এই শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে আমাকে বলতে। কিন্তু ও পাল্টা জবাবে আমাকে 'আই লভ ইউ' বলেনি। কিন্তু কোনও উত্তর না দিয়ে সোজা মুখের উপর 'না' বলে দিয়েছিল বরুণ।'
তিনি জানান, এখনও এই ঘটনা মনে পড়লে, তাঁর হাসি পায়। তবে বন্ধুত্বটা আগের মতোই আছে। তাঁর কথা শুনে বরুণ সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন অভিনেত্রীকে। শ্রদ্ধার প্রেম নিবেদন সরাসরিই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।