শেষ আপডেট: 26 January 2024 06:31
দ্য ওয়াল ব্যুরো: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের সিনেমা 'ফাইটার'। যেখানে অভিনয় করছেন হৃতিক রোশান, দীপিকা পাডুকোন আরও অনেকে। বলিউডের একাধিক দেশপ্রেম নিয়ে ছবি এখন ওটিটি-র আঙিনায়। জেনে নিন সেগুলি কী।
উরি, দ্য সার্জিকাল স্ট্রাইক (২০১৯)
জি৫-এ ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি দেখা যাবে। কাশ্মীরের উড়িতে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ নিয়ে এই ছবির গল্প মন ছুঁয়ে যাবে।
লক্ষ্য (২০০৪)
একজন অল্প বয়সি ছেলের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে ছবির গল্প এগোয়। বাহিনীতে যোগ দেওয়ার পর ছেলেটির জীবন কেমন ভাবে আমূল বদলে যায় সেটাই কাহিনীর মূল উপজীব্য। এটি দেখা যাবে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে।
রং দে বসন্তী (২০০৬)
কলেজের কয়েকটি ছেলেমেয়ের জীবন কীভাবে পরিবর্তিত হয় রাজনৈতিক প্রভাবে সেই বিষয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ছবির আখ্যান। এটি দেখা যাবে নেটফ্লিক্সে।
পাঠান (২০২৩)
শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত এই ছবির মূল গল্প দুজন ভারতীয় স্পাইকে নিয়ে। দারুণ অ্যাকশন ও রোম্যান্সে ভরপুর সিনেমাটি দেখা যাবে নেটফ্লিক্সে।
টাইগার ৩ (২০২৩)
জোয়া ও টাইগার দুজন আইএসআই এজেন্ট। গল্পটি পাকিস্তানের বিরুদ্ধে তাদের লড়াই নিয়েই। সলমান খান, ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে।
খুফিয়া (২০২৩)
‘র’ এজেন্টকে নিয়ে কাহিনী। প্রেমিক না গুপ্তচর, কোনটা আসল পরিচয়? টানটান উত্তেজনায় ভরা ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে।
আরআরআর (২০২৩)
অস্কার প্রাপ্ত এই সিনেমাটির প্রেক্ষাপট স্বাধীনতাপূর্ব ভারত। ব্রিটিশ পুলিশ ও ভারতীয় যোদ্ধাকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। এটি দেখতে পাবেন নেটফ্লিক্সে।