শেষ আপডেট: 4th July 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথম সর্বসমক্ষে এলেন জিতু কমলের স্ত্রী নবনীতা দাস। কেন তাঁদের চার বছরের দাম্পত্য ভেঙে গেল, জানালেন সে কথাও। ইতিমধ্যে অনেকেই এই বিচ্ছেদের পিছনে শ্রাবন্তীকে দায়ী করেছেন। তাঁদের দাবি, জিতুর সঙ্গে পরপর দু’টি ছবি করেছেন শ্রাবন্তী। তাঁর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন জিতু। তবে এসব অভিযোগ একেবারে উড়িয়ে দিলেন নবনীতা। বললেন, তাঁদের এই সিদ্ধান্তের পিছনে শ্রাবন্তী কোনওভাবেই দায়ী নন।
প্রথমে ‘বাবুসোনা’ ছবিতে একসঙ্গে কাজ করেন জিতু-শ্রাবন্তী। লন্ডনে হয়েছে সেই ছবির শ্যুটিং। এরপর কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘আমি আমার মতো’-র শ্যুটিংয়ের জন্য ফের লন্ডন যাবেন দুই তারকা। পরপর দু’টি ছবিতে শ্রাবন্তীর সঙ্গে জিতু জুটি বাঁধতেই শুরু হয় ফিসফাস, গুঞ্জন। তারপরেই নবনীতা বিচ্ছেদের কথা ঘোষণা করতেই অনেকে শ্রাবন্তীকে দায়ী করতে শুরু করেন। নেটিজেনদের দাবী, শ্রাবন্তীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েই নিজের বৌকে ভুলে গিয়েছেন জিতু!
এই নিয়েই যখন তুঙ্গে চর্চা, সেইসময়েই হঠাৎ ফেসবুক লাইভে এলেন নবনীতা দাস। সেখানে তিনি সাফ জানান, যেভাবে জিতু ও শ্রাবন্তীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়ছুড়ি হচ্ছে তা একেবারেই ঠিক নয়। এমনকী শ্রাবন্তীর সঙ্গে যে তাঁর ভীষণই ভাল সম্পর্ক, সে কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। তাই জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়ে যেভাবে নোংরামি চলছে, তা অনুচিত বলেই জানান নবনীতা।
বিয়ে ভাঙছে জিতু-নবনীতার! ফেসবুকে ঘোষণা নায়িকার, পাল্টা পোস্টে ধোঁয়াশা নায়কের