শেষ আপডেট: 3rd November 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরেই আলোচনার তুঙ্গে রয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। কারণ বিবাহবিচ্ছেদ! এই জল্পনা বহুদিন ধরেই ঘোরাফেরা করছে বলিপাড়ায়। তাঁরা নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি দু'জনের কেউই। বিচ্ছেদের পিছনের কারণই বা কী? কেনই বা এমন সিদ্ধান্ত নিতে চাইছেন, তা নিয়ে অনেক জলঘোলাই হচ্ছে নেটিজেনদের মধ্যে। এবার এসবের মাঝে উঠে এসেছে একটি বড় কারণ।
বলিউডে কার প্রভাব কতটা বেশি তা নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলতেই থাকে। তবে কী সম্পতিই বিচ্ছেদ চাওয়ার অন্যতম কারণ? যেহেতু সম্প্রতি ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। তাই তারকা দম্পতির সম্পর্কে কোথায় সমস্যা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া।
নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রশ্নের। স্বামী-স্ত্রীর মধ্যে কে বেশি প্রতিভাবান? আসলে অভিষেকের অনেক আগে থেকেই ঐশ্বর্যা তাঁর কেরিয়ার শুরু করেছেন। এমনকি অভিষেকের থেকে বয়সেও বেশ কিছুটা বড় রাই সুন্দরী। সম্পত্তির দিক থেকেও অনায়াসে জুনিয়র বচ্চনকে গোল দিতে পারেন ঐশ্বর্যা। অভিষেককে পিছনে ফেলে কয়েকশো কোটি এগিয়ে গিয়েছেন নায়িকা।
দু'জনের সম্পত্তির মধ্যে প্রায় ৫০০ কোটি টাকার পার্থক্য। এবার মনে হতে পারে, বিগত কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে বিশ্বসুন্দরী। তা সত্ত্বেও কী করে এত বেশি সম্পত্তি। আসলে শুধু সিনেমা নয় ঐশ্বর্যার ঝুলিতে রয়েছে একাধিক ব্র্যান্ড। বহু বিজ্ঞাপন থেকে আয় করেন তিনি। মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করলেও বলিউডে তাঁর আধিপত্য বিরাট।
বলিপাড়া সূত্রে খবর, বিশ্বসুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭৭০ কোটি টাকা। আর সেখানে অভিষেক এখনও ৩০০ কোটির গণ্ডিও পার করতে পারেননি। বড় পর্দায় হাট ছবির পাশাপাশি অনেক ফ্লপ ছবিও আছে অভিনেতার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা।
এখান থেকেই উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কী সম্পত্তির কারণেই দু'জনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চাইছেন? এদিকে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই দম্পতিদের বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। নেটিজেদের মতে, সংসারে বনিবনার অভাবেই এই দূরত্ব।