শেষ আপডেট: 11th January 2025 21:24
নিজস্ব সংবাদদাতা: পৌষ শেষ হল বলে। মাঘ মাস পড়তেই প্রজাপতির আনাগোনা বাড়বে বইকি। বিয়ের মাস বলে কথা! আর এই মাঘেই শুভকাজ সারতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগামী ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে। বিয়ের আসর বসতে চলেছে দমদমের রাজ প্যালেসে। সেই প্রাসাদপম ভ্যেনুর এক রাতের ভাড়া কত জানেন?
দ্য ওয়াল যোগাযোগ করেছিল রাজ প্যালেসের কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, দিন প্রতি ওই ব্যাঙ্কোয়েটের খরচ ২ লক্ষ টাকা। এ ছাড়াও আলোকসজ্জা ও ফুলের সাজের জন্য খরচ আরও এক লক্ষ। পাওয়া যাবে একটি লন, একটি বিশাল হলঘর। এ ছাড়াও দু'টি ঘর। সব মিলিয়ে মোট খরচ ৩ লক্ষ টাকা।
তবে অসুবিধে একটাই। ৪০০-র বেশি লোক ব্যাঙ্কোয়েটে প্রবেশ করলে তা খানিক ঘিঞ্জি হয়ে যেতে পারে, জানাল হল রাজপ্যালেস থেকেই। সে যাই হোক, ইতিমধ্যেই শ্বেতা ও রুবেলের বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল। বাহারি ওই কার্ডে নান্দনিকতার ছোঁয়া। এরই মাঝে চুটিয়ে আইবুড়োভাত খেয়ে চলেছেন শ্বেতা-রুবেল। একই সঙ্গে চলছে শুটিংও।
এর আগে দ্য ওয়ালের কাছে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন শ্বেতা। শুটিং ব্রেকের মাঝেই জানিয়েছিলেন, ভীষণ ব্যস্ত। কবে যে ছুটি পাবেন কিছুই বুঝতে পারছেন না। একই অবস্থা রুবেলেরও। তবে সতীর্থরা তাঁদের বিয়ে নিয়ে বেশ উত্তেজিত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্ল্যানিং।