শেষ আপডেট: 3rd February 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: গোটা বলিউডের 'গসিপ কুইন' যদি কাউকে বলা হয়, সে করণ জোহার। কার বাড়িতে কী ঘটছে, কেন ঘটছে, কে কোথায় কার সঙ্গে প্রেম করছে সবকিছুর খোঁজ রাখে করণ। আর তারকাদের হাঁড়ির খবর জানতে কার না ভালো লাগে? তাই ডিজনি প্লাস হটস্টারে 'কফি উইথ করণ' এত জনপ্রিয়।
এখানে করণ ডেকে আনে বলিপাড়ার সব পরিচিত মুখেদের। যাঁদের সঙ্গে এক ঘণ্টা ধরে গল্পগুজব করে। পেট থেকে বের করে আনে বিতর্কিত কথা। আর সেসব দেখার জন্যই মুখিয়ে থাকে দর্শক।
তবে গসিপ ছাড়াও এই শোয়ের আরকেটা মজা আছে। তা হল, গিফট। তবে গিফট তখনই মিলবে যদি সে করণের র্যাপিড ফায়ার রাউন্ডে জেতে। সমস্ত তারকাই এই উপহারের বাক্সটা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। তা ওদের হাবভাবের মধ্যেই বোঝা যায়। কিন্তু কেন?
'কফি উইথ করণ'-এর 'গিফট হ্যাম্পার' যে সে উপহারের বাক্সের মত নয়। এতে আছে বেশ দামী দামী কয়েকটা উপহার। আর এই বাক্সের দাম প্রায় আট লক্ষ টাকা। এতে থাকে গয়নার বাক্স, হাইটেক গ্যাজেট, সুগন্ধি ও চকলেট।
তবে এইসবের মধ্যে সবচেয়ে দামী ২২ ক্যারেটের হিরের নেকলেস। কোনও টকশো-তে এত দামী উপহার ভাবাই যায় না। এছাড়াও আছে গুগল পিক্সেল ৮ প্রো। যার দাম এখন ৮০ থেকে ১ লক্ষ টাকা। এছাড়াও থাকে গো-প্রো ও স্পিকার। সেটার দামও ৫০ হাজারের বেশি। থাকে বডিম্যাসাজার, রান্নাঘরের জন্য চিজ, ছুড়ির সেট। এগুলোর দাম প্রায় পনেরো হাজার।
উপহারে কী থাকে সে রহস্য ফাঁস করলেন করণ নিজেই! এত দামী উপহার পাবেন বলেই 'কফি উইথ করণ'-এর অতিথিরা এত উতলা হয়ে থাকে।