শেষ আপডেট: 12th October 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের নতুন ছবি 'জিগরা'। মা হওয়ার পর আলিয়া প্রথম যে ছবির কাজে হাত দেন তা হল জিগরা। অবশেষে মুক্তি পেয়েছে ভাসান বালা-র এই ছবি। আলিয়া ভাট এবং বেদাং রায়না পর্দায় ভাইবোনের চরিত্রে অভিনয় করেছেন।
এই ছবিতে আলিয়া একজন যথার্থ বোনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তাঁর ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর তিনি সেই বিদেশী কারাগার থেকে ভাইকে মুক্ত করতে চান। ছবিটি অ্যাকশন ড্রামা ঘরানার। তবে মুক্তির পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তবে ছবির কাহিনী অনেক দর্শকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
ছবিটি পূর্ব এশিয়ার হানশি দাও নামক একটি দ্বীপরাষ্ট্রকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। দেখানো হয়েছে, সেখানকার সরকার অনেক বিষয়ে স্বৈরাচারী ও কঠোর। সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই ছড়িয়ে পড়েছে অনেক প্রশ্ন। নেটিজেনরাও জানতে চান, সে দেশ আসলে কেমন? আসলে কি এমন দেশের কোনও অস্বিত্ব রয়েছে?
হানশি দাও কোথায়?
ছবিতে, হানশি দাওকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির উপকূলে মালয়েশিয়ার দক্ষিণে একটি দ্বীপ হিসাবে দেখানো হয়েছে। বাস্তবে, হানশি দাও দেশের অস্তিত্ব নেই। মালয়েশিয়ার পাশে কোন দ্বীপরাষ্ট্র নেই। তবে এর সীমান্তে দুটি ছোট দেশ রয়েছে - সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া।
হানশি দাও কেমন?
এটা ভেবে নেওয়া যেতেই পারে যে, হানশি দাও অনেকটা সিঙ্গাপুরের মতো। কারণ ছবিটির শুটিং সেখানে করা হয়েছে। চলচ্চিত্রে দেখানো হয়েছে মাদকের ব্যবহার এবং পাচারের জন্য একটাই শাস্তি। তা হল মৃত্যু। আর এমন একটি বিচার ব্যবস্থাকে কেন্দ্র করেই গোটা সিনেমাটা। আলিয়া তার ভাইকে কীভাবে কারাগার থেকে বের করে আনবে, সেটাই আসল কৌতুহলের জায়গা।