শেষ আপডেট: 9th March 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় প্রথম সারির ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। আচমকাই এই ধারাবাহিককে (Bengali Serial) ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। নেপথ্যে ধারাবাহিকের একটি প্রোমো। যে প্রোমোতে দেখা যাচ্ছে ফুলকি ও তাঁর স্বামী নাকি আদপে ভাই-বোন!
অতীতেই পরিচালক দ্য ওয়ালের উপর আস্থা রাখতে বলেছিলেন, এবার এ নিয়ে মুখ খুললেন খোদ 'ফুলকি' ওরফে দিব্যানী মণ্ডল। দ্য ওয়ালকে তিনি বললেন, 'আমাকে নিয়ে আগেও একবার ট্রোল হয়েছিল। আমি বলেছিলাম, পায়রা বলে কি মানুষ নয়? খুব হাসাহাসি হয় সেবার। কিন্তু সে সময় ইনস্টাগ্রামে আমি অতটাও সক্রিয় ছিলাম না বলে, ব্যাপারটা সেভাবে উপভোগ করতে পারিনি। তবে এবার বেশ মজা পাচ্ছি।"
ফুলকি আরও যোগ করেন, 'আমি তো নিজেই সবাইকে পাঠাচ্ছি। ফাইনালি আমি মিম মেটেরিয়াল হতে পেরেছি।" আগামী দিনে কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?
দিব্যাণী জানালেন, ক্রমশ ফাঁস হতে চলেছে রুদ্ররূপ সান্যালের আসল রূপে। এ যাবৎ তিনি যা যা ষড়যন্ত্র করে এসেছেন তারই পর্দা ফাঁস হবে। এমনকি এই যে ভাই-বোনের গল্পও আদপে চক্রান্ত তাও জানা যাবে খুব শীঘ্রই।
এই ধারাবাহিকে সম্প্রতি আগমন ঘটেছে মিশমি দাসের। তাঁর মুখেও একই কথা। তিনি বললেন, "রুদ্ররূপ অনেক বার শাস্তি পেতে পেতে পায়নি। এবার কি আদপে শাস্তি পাবে? এই নিয়ে গল্প এগোবে।" প্রথম দিন থেকেই টিআরপি চার্টের প্রথম সারিতে এই ধারাবাহিক। আগামী দিনে রুদ্ররূপ সান্যালের সঙ্গে ঠিক কী হয়, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে।