শেষ আপডেট: 23rd January 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ ওই মাহেন্দ্রক্ষণে প্রধান অতিথি হিসেবে সেলিব্রিটি তারকা রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরণ, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিতদের পাশাপাশি ছেলে অভিষেককে নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও।
গত কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডা মুম্বইয়ে। সোমবারও তার ব্যতিক্রম ছিল না। তবে রামলালার অনুষ্ঠান বলে কথা। তাই সাত সকালে ছেলে অভিষেককে নিয়ে মুম্বই এয়ারপোর্টে পৌঁছে যান বিগ বি। সেখান থেকে আকাশ পথে অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর গর্ভগৃহে যান অমিতাভ। প্রণাম করেন ভগবান রামকে। ঘুরে দেখেন নবনির্মিত মন্দির চত্বর।
রাম মন্দির দর্শনের ওই ছবি মঙ্গলবার নিজের ব্যক্তিগত ব্লগে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ৮১ বছরের অমিতাভ। ব্লগে বিগ বি লিখেছেন, "ঐশ্বরিক চেতনার প্রাসঙ্গিকতায় ভরা একটি দিন .. অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরে .. মহিমা, উদযাপন এবং বিশ্বাসের বিশ্বাস।"
কেন 'বিশ্বাসের বিশ্বাস', তার ব্যাখায় বলিউডের এই মেগাস্টারের যুক্তি, "বিশ্বাসের কোনও ব্য়াখ্যা হয় না।" ব্লগ পোস্ট শেষ করেছেন: "জয় শ্রী রাম! বোল সিয়া পতি রামচন্দ্র কি জয়।" ধ্বনি দিয়ে।