শেষ আপডেট: 17th February 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: দেবলীনা দত্তের সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। তবু মাঘেই তথাগত মুখোপাধ্যায়ের জীবনে আগমন ঘটেছে বসন্তের। যে বসন্তের নাম আলোকবর্ষা বসু। তথাগতের আগামী ছবি 'রাস'-এর সহকারী পরিচালক আলোকবর্ষা। এই মুহূর্তে তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন এই পরিচালক-অভিনেতা। সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েই করেছেন সম্পর্কের ইজহার। এ সবের মধ্যে বিবৃতি চট্টোপাধ্যায় কোথায়?
বিবৃতি ও তথাগতের 'পরকীয়া' গত বছর দখল করে রেখেছিল পেজ থ্রির শিরোনাম। দেবলীনার সঙ্গে তথাগতের বিচ্ছেদের নেপথ্যে বারেবারে দায়ী করা হয়েছিল বিবৃতিকেই। যদিও বিবৃতি বা তথাগত কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবু নীল সমুদ্রতীরে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
তবে কি বিচ্ছেদ? কুঁড়ি ফুল হতে না হতেই ঝরে গেল এই পাতাঝরার মরসুমে? নাকি তথাগত ও বিবৃতি এযাবৎ শুধুই ছিলেন বন্ধু! বাকি যা রটেছিল তা নেহাতই টলিউডের পাতি গসিপ? তাই যদি হয় তাহলে তথাগত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ায় বিবৃতির তো খানিক স্বস্তি পাওয়া উচিৎ! এই সব প্রশ্ন নিয়েই দ্য ওয়াল যোগাযোগ করেছিল বিবৃতির সঙ্গে। খানিক নীরবতার পর নায়িকা বললেন, "আমি তাকিয়ে আছি ১ মে'র দিকে।" ওই দিনটি আসলে তাঁর জীবনের এক বিশেষ দিন। মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মৈত্রের ছবি 'দেবী চৌধুরানি'। ছবিতে বিবৃতি রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। আপাতত সেই ছবির মুক্তির দিকেই তাকিয়ে আছেন তিনি।
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। দিয়েছেন সেই বার্তাই। ওদিকে তথাগতের প্রেমের গাড়ি চলছে দুর্বার গতিতে। এ দিনও তাঁর এক অর্ধঅনাবৃত ছবি পোস্ট করেছেন প্রেমিকা। লুকোছাপা নয়, বরং 'জব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া' মন্ত্রে বিশ্বাসী হয়ে খুল্লামখুল্লা প্রেম করছেন দু'জনে।