শেষ আপডেট: 16th April 2025 15:15
বাঙালি ‘রোয়াবি’ শিখেছে তাঁর থেকে। বাঙালি প্রথম ‘দাদা’ (Mithun Chakraborty) তাঁকেই বলেছে। আর বাঙালিরাই তাঁকে বঞ্চনা করেছে, প্রতারণা করেছে। কিন্তু তাও বাংলার জন্য, বাংলার মানুষদের জন্য জানপ্রাণ সঁপে দিতে চান তিনি। বাংলায় এখনও তাঁর নিজস্ব বাড়ি নেই! চেষ্টা করেছেন, কিন্তু বারবার ঠকেছেন। তিনি এখানে মিঠুন চক্রবর্তী।
কয়েক দশক ধরে তিনি বলিউড এবং টলিউড মাতিয়ে চলেছেন। স্বীকৃতি কিংবা সম্মান কোনওকিছুই বাকি নেই আর। কিন্তু মনের কোণে কোথাও কি বারবার আঘাত লাগছে, বারবার মনে হচ্ছে যারা তাঁকে এতটা সম্মান, সেই মানুষগুলোর দ্বারাই বঞ্চিত কি আজ তিনি? অ্যাকশন এরিয়া-১ এর চারতলার বাড়িতে যখন ‘মহাগুরু’ বসে, তিনি কিছুটা বিধ্বস্ত। একের পর এক ইউটিউবারদের ‘কনটেন্ট’-এর কোলাবরেটর তিনি। মাঝে-মাঝে বলছেন ‘এবার একটু বিশ্রাম দরকার।’ মিনিট তিনেক পাশের ঘর থেকে বিরাম নিয়েই ফের বসে পড়ছেন চেয়ারে। ক্যামেরা অন মানেই মিঠুনদা অন!
‘দ্য ওয়াল’-এর সময় যখন এল, তখন অনেকটাই বিকেল বিকেল। প্রশ্নের বাঁক ছুটতে থাকল মথুর গার্ডেন লেনের বাড়ি থেকে, মুম্বই। এক সময় প্রশ্ন উঠল, ‘একটা খারাপ লাগা কাজ করে না, যে কলকাতায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নিজস্ব একটা বাড়ি নেই?’
খানিক চুপ থাকলেন মিঠুন (Mithun Chakraborty), বললেন, ‘চেষ্টা করেছি। দু-দুবার করার। কিন্তু আমার সঙ্গে প্রতারণা করেছে মানুষ। এখনও আট লাখ টাকা চিটিং করেছে। মামলা করেছি। পাঁচ-ছ’লাখ টাকা এখনও দেওয়ার বাকি আছে। এখনও ফেরত পাইনি।’
শুধু এই ঘটনা নয়, আরেকবার টাকাপয়সা মেটানেো পরও বাড়ি তুলতে পারেননি মিঠুন চক্রবর্তী। বললেন, ‘একবার টাকা নিয়েছে, বলেছে সব ক্লিয়ার আছে। যখন বাড়ি করতে গিয়েছি, বিডিও বলছেন, ‘এটা কার সই?’ বলেছি মালিকের, বললেন, ‘ওকে নিয়ে আসুন, জেলে পুরব, জালিয়াতি করেছে। মানে এমন সব ভুয়ো ধরনের কাগজপত্র দিয়েছে আমাকে! সেই জন্যই ভেবেছি, ভগবান বোধ হয় চান না এখানে কিছু হোক!’
বাঙালির আইডলের বাংলায় বাড়ি নেই। কলকাতায় এলে হোটেলে ওঠেন, কখনও বন্ধুদের বাড়িতে! শেষে বললেন, ‘চেষ্টা করেছি, কিন্তু দুবার ঝটকা যা খেয়েছি, ভেবেছি আর কী হবে থেকে?’