Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি রাখলেন মুখ্যমন্ত্রী, বার্তা মন্ত্রী-বিধায়কদেরওসাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুর
Nawazuddin Siddiqui

'আমরা তো ভাঁড়ই, এতে দোষের কী!' বিয়েবাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সোজাসাপ্টা নওয়াজউদ্দিন

বলিউডে তাঁকে বলা হয় অভিনয়ের জাদুকর। কিন্তু পর্দার মতো বাস্তব জীবনেও নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায় থাকে সেই জাদু, যেখানে বিন্দুমাত্র ভণিতা নেই। 

'আমরা তো ভাঁড়ই, এতে দোষের কী!' বিয়েবাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সোজাসাপ্টা নওয়াজউদ্দিন

নওয়াজউদ্দিন সিদ্দিকি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাঁকে বলা হয় অভিনয়ের জাদুকর। কিন্তু পর্দার মতো বাস্তব জীবনেও নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায় থাকে সেই জাদু, যেখানে বিন্দুমাত্র ভণিতা নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর দেওয়া এক মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, তবে নেটদুনিয়ার একাংশ বলছে— এত খোলামেলা ও সৎ বক্তব্য বলিউডে খুব কম শোনা যায়।

‘অল অ্যাবাউট ইভ’ নামক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, তিনি কি বিয়েবাড়ি বা প্রাইভেট পার্টিতে নাচতে রাজি হবেন? উত্তরে একেবারে নির্ভীক সুরে নওয়াজ বলেন, “লোকে বলে স্টাররা পার্টিতে নাচে। তো কী হয়েছে? ওটাই তো আমাদের পেশা। আমরা তো ভাঁড়ই। এতে দোষের কী!” — এই বক্তব্যের পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ক্লিপটি।

এই প্রসঙ্গে অভিনেতা জানান, “আগে নাটকের সময় যারা পারফর্ম করত, তাদের শহরের বাইরে রাখত সমাজ। তারা অনুষ্ঠান করত, আর ফিরে যেত। সমাজে মিশতে দেওয়া হতো না। কারণ তারা স্বাধীনচেতা, কোনও নিয়ম মানত না। তাই সমাজ থেকে তাদের আলাদা রাখা হতো।” তাঁর মতে, এখন সময় বদলেছে, অভিনেতারা ভালো পোশাক পরেন, ভালো ভাষায় কথা বলেন, সমাজে গ্রহণযোগ্যতাও পেয়েছেন। কিন্তু পেশা তো সেই একই রয়ে গিয়েছে— বিনোদন দেওয়া।

এই মন্তব্যে কেউ সমর্থন জানিয়েছেন, কেউ বা খোঁচা দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী লেখেন, “ওঁরা পারফর্মার, বিনোদন দেওয়াই কাজ। এতে খারাপ কিছু নেই।” আবার কেউ লিখেছেন, “নওয়াজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কেউ ডাকে তো বিয়েতে পারফর্ম করতে! তাই নিজেকে ভাঁড় ভাবার দরকার নেই!”


ভিডিও স্টোরি