শেষ আপডেট: 8th March 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: শীত শেষ, তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। সকাল ১০টা বাজতে না বাজতেই রোদের তেজ সহনসীমার বাইরে চলে যাবে আর কদিন পরই। এই রোদের মধ্যে বাইরে ঘুরে না বেড়িয়ে ঢুকে পড়ুন সিনেমা হলে। অথবা গুছিয়ে বসুন বাড়িতেই। দেখা শুরু করুন কোনও ওটিটি প্ল্যাটফর্ম। এই উইক এন্ডে কী দেখতে পারেন রইল তার তালিকা।
মেরি ক্রিসমাস
অনেকদিন পর আরও একবার কমেডি ড্রামা থ্রিলার নিয়ে এসেছেন শ্রীরাম রাঘবন। প্রথমবার জুটি বাঁধতে দেখা গেছে ক্যাটরিনা কইফ ও বিজয় সেতুপতিকে। বড় পর্দায় মুক্তির পর আরও একবার ৮ মার্চ এই ছবিটি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ক্রিসমাসের রাতে দুজন অচেনা ব্যক্তির দেখা হয়। কিন্তু সেই দেখাটা ধীরে ধীরে অভিশপ্ত রাতে পরিণত হয়। এরপর?
মহারানী ৩
মার্চ ৭-এ মুক্তি সোনি লিভে মুক্তি পেয়েছে হুমা কুরেশি অভিনীত এই পলিটিকাল ড্রামা। যা দেশের নানান দুর্নীতির কথা বলবে।
শো টাইম
ইমরান হাসমি, মৌনী রায় অভিনত এই সিনেমাটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। বলিউডের অন্ধকার দুনিয়া তুলে ধরা হয়েছে এই সিনেমায়। নেপোটিজম থেকে শুরু করে আরও অনেক অজানা তথ্য জানা যাবে ‘শো টাইমে’। ৮ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শয়তান
বড় পর্দায় ৮ মার্চ মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা অভিনীত হরর ছবি। ট্রেলারটি ইতিমধ্যেই দর্শকদের মনে ভয় ধরিয়েছে। ডেভিল অর্থাৎ শয়তান রূপে দেখা যাবে আর মাধবনকে। চকলেট বয় লুক থেকে বেরিয়ে একেবারে অন্য চরিত্রে দেখা মিলবে মাধবনের।
বনবিবি
পার্ণো মিত্র, সোহিনী সরকার অভিনীত এই ছবিটি তৈরি হয়েছে সুন্দরবনের বাসিন্দাদের নিয়ে। তাঁদের দিনযাপন ও জীবিকার সঙ্গে যে প্রবল ঝুঁকি জড়িয়ে আছে, সেসব নিয়েই তৈরি বনবিবি। মুক্তি পাচ্ছে ৮ মার্চ বড় পর্দায়।