Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
WAVES Summit 2025

ওয়েভস সামিটে ভারতীয় সিনেমার অতীতচারণ মোদীর, দর্শকাসনে শাহরুখ-অনিল-দীপিকা ছাড়া আর কারা?

১ মে থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ওয়েভস সামিট ২০২৫।

ওয়েভস সামিটে ভারতীয় সিনেমার অতীতচারণ মোদীর, দর্শকাসনে শাহরুখ-অনিল-দীপিকা ছাড়া আর কারা?

ওয়েভস সামিট ২০২৫

শেষ আপডেট: 1 May 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: ১ মে থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ওয়েভস সামিট ২০২৫। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় ভারতীয় সিনেমার ইতিহাস ও তার আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “আজ ১ মে। ১১২ বছর আগে, ১৯১৩ সালের ৩ মে মুক্তি পেয়েছিল ভারতের প্রথম ফিচার ছবি রাজা হরিশচন্দ্র, যার নির্মাতা ছিলেন দাদাসাহেব ফালকে। কালই ছিল তাঁর জন্মদিন। গত ১০০ বছরে ভারতীয় সিনেমা কেবল বিনোদন নয়, ভারতের সংস্কৃতি ও ভাবধারাকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে।”

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, “গুরু দত্তের সিনেমাটিক কবিতা, ঋত্বিক ঘটকের সামাজিক প্রতিফলন, এ আর রহমানের সুর কিংবা রাজামৌলির মহাগাঁথা—সব কিছুই ভারতীয় সংস্কৃতির আওয়াজ হয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।” তিনি আরও জানান, ভারতীয় চলচ্চিত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাতে ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। সঙ্গীত নির্মাতা, পরিচালক, অভিনেতাদের সঙ্গে তাঁর একাধিক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রতিটি বৈঠকেই আলোচনা হয়েছে ভারতের আন্তর্জাতিক পরিচিতি নিয়ে।”

সামিটের প্রথম দিন উপস্থিত ছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, রাজামৌলী, রজনীকান্ত প্রমুখ। অনুষ্ঠানে যোগ দেন আমির খান, মোহনলাল, ঐশ্বর্য রাই বচ্চন, চিরঞ্জীবীর মতো তারকারাও।

সকালের সেশন: Legends and Legacy – বক্তব্য রাখেন হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, রজনীকান্ত, মোহনলাল ও চিরঞ্জীবী। সঞ্চালনায় ছিলেন অক্ষয় কুমার। 

দুপুরের সেশন: The New Mainstream – করণ জোহরের পরিচালনায় আলোচনায় অংশ নেন এসএস রাজামৌলী, এ আর রহমান, অনিল কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। 

বিকেলের সেশন: The Journey from Outsider to Ruler – এই আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন।

অনুষ্ঠানের শুরুতেই রজনীকান্ত জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন এবং এই ঘটনার তীব্র নিন্দা করেন। অন্যদিকে, রাজামৌলী বলেন, আন্তর্জাতিক বাজারে ভারতীয় ছবি এখনও আমেরিকা, কোরিয়া ও চিনের থেকে পিছিয়ে রয়েছে এবং সেই ব্যবধান দূর করতে শিল্পীদের আরও উদ্যোগী হতে হবে। চলতি ওয়েভস সামিট চলবে ৪ মে পর্যন্ত। সৃষ্টিশীলতা, সংস্কৃতি এবং চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে এই বৃহৎ আয়োজন ঘিরে বলিউড সহ গোটা দেশের চলচ্চিত্র জগতে তীব্র উৎসাহ দেখা গিয়েছে।


ভিডিও স্টোরি