শেষ আপডেট: 3rd February 2025 21:31
দ্য ওয়াল ব্যুরো: শো করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন গায়ক সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এই কথা। পাশাপাশি নিজের ভিডিও শেয়ার করেছেন গায়ক। তাতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। সোনু বলেছেন, এটা তাঁর জীবনের সবথেকে কষ্টকর দিন।
পুনেতে শো ছিল সোনুর। সেখানে পারফর্ম করছিলেন তিনি। যে ভিডিও গায়ক শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গানের সঙ্গে জমিয়ে নাচছেনও তিনি। কিন্তু তার কিছু পরই দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু। কোনও রকমে তাঁর টিমের অন্যান্যরা গিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনেন। ঠিক ভাবে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর! আপাতত বিছানায় শয্যাশায়ী সোনু। তবে সেখান থেকেই ভিডিও বার্তা দেন গায়ক।
সোনুর কথায়, ''অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবথেকে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় বিপদ হয়নি...।'' সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, শোয়ের আগেই পিঠে ব্যাথা হচ্ছিল তাঁর। কিন্তু বিষয়টিকে পাত্তা না দিয়েই গান গাইতে ওঠেন সোনু নিগম। তাই যন্ত্রণা সত্ত্বেও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করতে দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।
View this post on Instagram
কিন্তু ঠিক কী হয়েছে গায়কের? মনে করা হচ্ছে, পিঠের কোনও সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। আসলে গায়কদের একটানা অনেকক্ষণ মঞ্চে দাঁড়িয়ে না নেচে পারফর্ম করতে হয়। তার জন্য বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয় তাঁদের। সোনুরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিশ্রামে রয়েছেন গায়ক। অনুরাগীদের আশা খুব শীঘ্রই আবার পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত সোনু নিগম হিন্দি ছাড়াও কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, মালয়ালম, কন্নড়, ভোজপুরি এবং অন্যান্য একাধিক ভারতীয় ভাষা মিলিয়ে কয়েক হাজার গান গেয়েছেন।