শেষ আপডেট: 25th January 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাস গ্রহণ করেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। তাঁর নতুন নাম হয়েছে মমতা নন্দ গিরি। শুক্রবারই তাঁর পট্টাভিষেক হয়েছে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁর মহামণ্ডলেশ্বর হয়ে ওঠার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মমতা।
এক সময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতার হতে হয়েছিল মমতা কুলকার্নিকে। শরীরের ওপরের অংশ বা বোতাম খোলা জিন্সের ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে। রীতিমতো ২০০০ টাকা জরিমানা দিয়ে সে সময় ছাড়া পেয়েছিলেন তিনি। শুধু সেই বিতর্কে নাম জড়ায়নি তাঁর। এরপর ২ হাজার কোটি টাকার মাদক মামলাতেও নাম আসে তাঁর। সেই বিতর্কিত অভিনেত্রী এখন একজন সন্ন্যাসিনী।
যে ভিডিও মমতা শেয়ার করেছেন তাতে দেখা কাঁদতে দেখা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আবেগ-আপ্লুত হয়ে পড়েছেন। মমতা জানিয়েছেন, সন্ন্যাসী হওয়ার আগে নিজেকে প্রমাণ করার জন্য তাঁকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। বিগত প্রায় ২৩ বছর ধরে তাঁকে যারা সমর্থন করে এসেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
View this post on Instagram
আবার কেন বলিউডে ফিরলেন না, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই পেয়েছেন মমতা কুলকার্নি। তবে তিনি জানান, 'আমি জানি অনেকেই আমার এই সিদ্ধান্তে রেগে রয়েছে। তাঁরা ভেবেছিল আমি সিনেমায় ফিরব। কিন্তু আমি জানি এটাই এখন আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এটা ভগবানের ইচ্ছে আর তাঁর ইচ্ছে কেউ এড়িয়ে যেতে পারে না।'
অভিনেত্রীর চর্চিত-স্বামী (যদিও বিয়ে অস্বীকার করেন মমতা কুলকার্নি) ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর অভিনেত্রীর বলিউড কেরিয়ার শেষ হয়ে যায়। বলিউডের অন্যতম সফল ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি।