Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত
Alia Bhatt Karan Johar nepotism

'আলিয়ার উত্থানের নেপথ্যে করণ জোহর', ওয়ামিকার বিস্ফোরক মন্তব্যে ফের উঠল নেপোটিজম ইস্যু

এই বিতর্ক নতুন নয়। এর আগেও ঐশ্বর্যা রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকাই প্রকাশ্যে স্বীকার করেছেন যে করণ জোহরের সমর্থন আলিয়ার কেরিয়ারে বড় ফ্যাক্টর। 

'আলিয়ার উত্থানের নেপথ্যে করণ জোহর', ওয়ামিকার বিস্ফোরক মন্তব্যে ফের উঠল নেপোটিজম ইস্যু

আলিয়া ভাট, করণ জোহর ও ওয়ামিকা গাব্বি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 June 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী আলিয়া ভাটের বলিউডে যাত্রা শুরু 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে। তারপর 'হাইওয়ে', 'রাজি', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র মতো ছবিতে নজরকাড়া অভিনয়—মাত্র কয়েক বছরের মধ্যেই আলিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে। তবে বহুবারই আলোচনায় এসেছে একটি প্রশ্ন—এই উত্থানের নেপথ্যে করণ জোহরের ভূমিকা কতটা?

এই বিতর্ক নতুন নয়। এর আগেও ঐশ্বর্যা রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকাই প্রকাশ্যে স্বীকার করেছেন যে করণ জোহরের সমর্থন আলিয়ার কেরিয়ারে বড় ফ্যাক্টর। এবার এই প্রসঙ্গেই ব্যতিক্রমী মন্তব্য করলেন ওয়ামিকা গাব্বি।

নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, “আমার যদি আলিয়ার থেকে কিছু চুরি করতে হয়, আমি করণ জোহরকে চুরি করব। ওঁর মতো একজন সমর্থক জীবনে থাকাটা খুব দরকার, যিনি সব সময় পাশে থাকবেন। করণ, আলিয়ার জীবনে সেই রকমই একজন মানুষ।”

তবে শুধু করণ নন, ওয়ামিকা আরও জানান—তিনি অনন্যা পাণ্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডমও ‘চুরি’ করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলে বলেছেন অভিনেত্রী।

ওয়ামিকার এই বক্তব্য সামনে আসতেই মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। কেউ কেউ ঐশ্বর্যা রাইয়ের পুরনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন, আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এই মন্তব্য একেবারে সহজভাবে নেবেন না।

অন্যদিকে আলিয়ার সমর্থকরাও চুপ থাকেননি। তাঁদের মতে, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেনই, কারণ তিনি মহেশ ভাটের কন্যা। এক ভক্তের কথায়—“আলিয়াকে কেউ আটকাতে পারত না, করণ থাকুক বা না থাকুক।”


ভিডিও স্টোরি