শেষ আপডেট: 28th June 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ বিতর্ক যেন কিছুতেই মিটছে না। সংলাপ নিয়ে প্রবল সমালোচনার পর তা বদলে দেওয়া হলেও একপ্রকার সামাজিক বয়কটের মুখেই পড়েছে ছবিটি। প্রথম তিনদিনের পর থেকেই সাধারণ মানুষ প্রেক্ষাগৃহে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন। সিনেমাটি দেশজুড়ে ব্যান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে এবার ‘আদিপুরুষ’ ও যাবতীয় বিতর্ক নিয়ে মুখ খুললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তিনি বলেন, ‘মানুষের অনুভূতিতে আঘাত করা বড় পাপ।’
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিবেক। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলিউডের এই বিতর্কিত পরিচালক জানিয়েছেন, ‘সিনেমাটি সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। আসলে বিশ্বাসের ক্ষেত্রে কখনও যুক্তি কাজ করে না। আর রামায়ণ আমাদের প্রত্যেকের কাছে একটি সংবেদনশীল বিষয়। মানুষ ছোট থেকে যা দেখে-শুনে এসেছে, তাই বিশ্বাস করে। আর মানুষের সেই বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করা এবং সেই অনুভূতিতে আঘাত করা বড়সড় পাপ।’
ইতিমধ্যে সিবিএফসি বা সেন্সর বোর্ড থেকে কীভাবে ছবিটি মুক্তির ছাড়পত্র পেল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে বিবেক বলেন, ‘আমিও সেই বোর্ডের একজন সদস্য। আমরা সার্টিফিকেশনের জন্য সিনেমা দেখি না। সাধারণ মানুষজন সেই সিনেমা দেখেন। আদিপুরুষের ক্ষেত্রে কী হয়েছিল বা কারা দেখেছিল, আমি জানিনা। আমি এখনও ছবিটা দেখিনি। আমি কখনও অন্য কারও ছবিকে ভাল বা খারাপ বলা পছন্দ করি না। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি দর্শকের অনুভূতিতে আঘাত করেছে।
'আদিপুরুষ' বিতর্কের মধ্যেই ফিরছে রামানন্দের রামায়ণ, কোন চ্যানেলে দেখা যাবে?