শেষ আপডেট: 4th September 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, ব্রেকআপের পর সারাজীবন একা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন বিবেক ওবেরয়। বিয়েতে না করছিলেন বারবার। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এমনই জানিয়েছেন সুরেশ পুত্র। কোনও মেয়েকেই নাকি আর মনে ধরছিল না তাঁর। মায়ের আবেদনেও বারবার না'ই করছিলেন অভিনেতা।
২০০৪-এ 'কিঁউ হো গ্যায়া না' সিনেমার শ্যুটিংয়ের সময় অভিনেতা প্রেমে পড়েন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের। চুটিয়ে প্রেম করেন তাঁরা। স্বপ্ননগরীতে কান পাতলেই সেসব দিনের কথা আজও শোনা যায়। একটা সময়ে প্রেমে ভাঙন ধরে। যা থেকে বছরের পর বছর বেরোতেই পারেননি অভিনেতা।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ঐশ্বর্যার সঙ্গে সম্পর্ক ভাঙার পর একা থাকার সিদ্ধান্তই নেন তিনি কারণ স্ট্রেস, সম্পর্কের জটিলতাতে তিনি আর ঢুকতে চাইছিলেন না। সঙ্গে ভাইপো-ভাইঝিদের নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল।
তবে, একটা মেয়ে ও তাঁর মায়ের এক আবেদন অভিনেতার জীবন বদলে দেয়। তাঁর বর্তমান স্ত্রী প্রিয়ঙ্কা আলভা হুট করেই তাঁর জীবনে আসেন। স্ত্রীর কথা বলতে গিয়ে স্মৃতির পাতায় উঁকি মারেন বিবেক।
জানান, যখন তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন, তাঁর মা তাঁকে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করার আবেদন জানান। এও বলেন, এই মেয়েটিকে পছন্দ না হলে আর কোনও মেয়ের সঙ্গে দেখা করার কথা তিনি অভিনেতাকে বলবেন না।
প্রিয়ঙ্কা তখন নিউ ইয়র্কে এমবিএ করছেন। ছবি দেখে প্রথমে প্রিয়ঙ্কাকে পছন্দ করেন তাঁর মা'ই। পরে ২০১০ সালে ফাইনালি বিয়ে করেন বিবেক। বর্তমানে অভিনয় জগতের সঙ্গে তেমন ওঠাবসা নেই তাঁর। বদলে দুই সন্তান, স্ত্রী ও নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।