শেষ আপডেট: 17th November 2021 07:35
দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড়দের জীবন নিয়ে সিনেমা তৈরির ট্রেন্ড অনেক দিন ধরেই চলছে বলিউডে। তাঁদের জীবনের চড়াই-উতরাই নিয়ে মানুষের কৌতূহলেরও শেষ নেই। সেই তালিকায় মহেন্দ্র ধোনি থেকে শুরু করে মিলখা সিং, মেরি কম অনেকেই আছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Biopic) ঘোষণাও হয়েছে মাসখানেক আগেই।এবার আসছে দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) বায়োপিক। কলকাতায় এসে একথাই জানালেন পাঁচ-পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। সেই সঙ্গেই জানালেন নিজের ভূমিকায় কোন সুপারস্টারকে দেখতে চান তিনি। নিজের ভূমিকায় তাঁর ব্যক্তিগত পছন্দের অভিনেতা আমির খান। তাঁর সঙ্গে আমির খানের মিল রয়েছে বলেই তিনি মনে করেন। তবে সিনেমায় কে অভিনয় করবেন, সেটা এখনই বলতে পারবেন না বলেই জানিয়েছেন বিশ্বনাথন।
পপি কোথায়! এক বছর খোঁজ নেই, ফেসবুকে পোস্ট অ্যাডমিনের
তিনি আরও বলেন, "বায়োপিকের বিষয়ে আমি সম্মতি জানিয়েছি। ইতিমধ্যেই প্রযোজক সংস্থার সঙ্গে আলোচনাও হয়েছে। স্ক্রিপ্ট লেখা শুরু হবে কিছুদিনে। করোনার জন্য খানিকটা পিছিয়ে গেছে কাজ।"
প্রসঙ্গত, মাসকয়েক আগেই একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন আমির খান ও বিশ্বনাথন আনন্দ। সেখানে আমির জানিয়েছিলেন, বিশ্বনাথন আনন্দের চরিত্রে অভিনয় করতে তিনি প্রস্তুত। এটা তাঁর জন্য দারুণ সম্মানের।
তাহলে কি দুইয়ে দুইয়ে চার হতে পারে? এ প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
আজ, বুধবার থেকে শহরে শুরু হচ্ছে এক আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দ মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। হিসেবে অংশ নেবেন আনন্দ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'