শেষ আপডেট: 7th March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে বিরাট কোহলি এক সাক্ষাৎকারে এক বলিউড অভিনেত্রীর প্রতি নিজের পছন্দের কথা জানিয়েছিলেন। এক প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এমন একজন বলিউড নায়িকার নাম নিতে, যাকে তিনি ক্রিকেট মাঠে দেখতে চান। বিরাট তখন লাজুক হাসি দিয়ে জবাব দিয়েছিলেন, ‘জেনেলিয়া ডিসুজা’। কারণ জানতে চাওয়ায় তিনি বলেছিলেন, ‘কারণ ও কিউট।’
২০১২ সালে জেনেলিয়া ডিসুজা বিয়ে করেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে। তাঁদের জুটিকে বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয়। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেটে তাঁদের প্রেমের শুরু। মারাঠি এবং খ্রিস্টান রীতিতে বিয়ে করেন তাঁরা।
প্রথমে রীতেশের বাবা, মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ এই সম্পর্ক মেনে নিতে চাননি বলে শোনা যায়। তবে প্রায় ১০ বছর ডেটিংয়ের পর তাঁরা বিয়ে করেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরও তাঁদের প্রেমের খবর কেউ জানতেন না। বিয়ের পর জেনেলিয়া অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। অনেকের ধারণা ছিল, রীতেশ বা তাঁর পরিবারের কারণে তিনি গ্ল্যামার দুনিয়া ছেড়েছেন।
তবে ২০২৩ সালে করিনা কাপুরের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ জেনেলিয়া জানিয়েছিলেন, এটি পুরোপুরি তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। তিনি নিজেই স্বেচ্ছায় দীর্ঘ বিরতি নিয়েছিলেন। রীতেশ এবং জেনেলিয়ার এখন দু'টি সন্তান রয়েছে। তাঁদের বড় ছেলে রিয়ানের জন্ম ২০১৪ সালে এবং ছোট ছেলে রাহিলের জন্ম ২০১৬ সালে। দীর্ঘ বিরতির পর জেনেলিয়া আবার ফিরছেন রূপোলি পর্দায়। নায়িকাকে দেখা যাবে আমির খানের সঙ্গে আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-এ।