Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Virat Kohli family video

ভামিকা-অকায়কে কোলে নিয়ে অনুষ্কার বাড়িতে বিরাট, দিদার সঙ্গে নাতি-নাতনির খুনসুটির ভিডিও ভাইরাল

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট ও অনুষ্কা বৃন্দাবন সফর শেষে ফিরলেন বাড়ি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
 

ভামিকা-অকায়কে কোলে নিয়ে অনুষ্কার বাড়িতে বিরাট, দিদার সঙ্গে নাতি-নাতনির খুনসুটির ভিডিও ভাইরাল

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট ও অনুষ্কা বৃন্দাবন সফর শেষে ফিরলেন বাড়ি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 May 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর একটু সময় নিজের আর পরিবারের জন্যই রাখছেন বিরাট কোহলি। সদ্য তিনি ও স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছেছিলেন বৃন্দাবনে, যেখানে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছিলেন। সেই সফরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁদের ঘরে ফেরার মুহূর্তেও ধরা দিল এক অন্যরকম দৃশ্য।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিরাট ও অনুষ্কা অকায় ও ভামিকাকে নিয়ে বাড়ি ফিরেছেন। বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনুষ্কার মা। প্রথমেই তিনি জড়িয়ে ধরেন মেয়েকে, তারপর স্নেহে ভরিয়ে দেন অনুষ্কার কোলে থাকা ছোট ছেলে অকায়কে। নাতিকে কোলে তুলে আদরে ভরিয়ে দিতেই পাশে দাঁড়িয়ে থাকা দিদি ভামিকা দিদার মনোযোগ পাওয়ার জন্য টানতে থাকে তাঁর শাড়ির আঁচল।

এরপর দিদার কোলে পৌঁছায় ভামিকাও। দুই নাতি-নাতনিকে আদরে ভরিয়ে ঘরের ভিতরে নিয়ে যান অনুষ্কার মা। তবে যথারীতি ভিডিওতে মুখ ঢাকা ছিল অকায় ও ভামিকার—ইমোজি দিয়ে দুই শিশুর মুখ আড়াল করেছেন পরিবার। মুখ দেখা না গেলেও, এই আবেগঘন মুহূর্তে নেটদুনিয়ার মন গলেছে। অনেকেই কমেন্ট করেছেন, “নজর না লাগে এতটুকু ভালবাসায়,” কেউ কেউ আবার দিয়েছেন শুধু হৃদয়ের ইমোজি।

বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকেই তাঁকে প্রায় সবসময় অনুষ্কার সঙ্গে দেখা যাচ্ছে। এই সফরের মাঝেই মঙ্গলবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দেন অনুষ্কা। পোস্টের সঙ্গে অনুষ্কা দিয়েছেন একটি হৃদয় ইমোজি। এর আগেও এক দীর্ঘ বার্তায় স্বামীর প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

লিখেছিলেন, “ওরা রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলবে। আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা, যেগুলো তুমি কাউকে দেখাওনি। সেই লড়াইগুলোর কথা, যেগুলো কেউ দেখেনি। তোমার দেওয়া অমূল্য ভালবাসা মনে থাকবে—যা তুমি এই ফরম্যাটকে দিয়েছ। আমি জানি, এটা তোমার কত বড় অংশ নিয়ে নিল। তবুও, তুমি যখন সাদা জার্সিতে অবসরের সিদ্ধান্ত নিলে, আমি জানতাম তুমি তোমার মনের কথা শুনছ। আর তাই বলব, তুমি এই বিদায়ের প্রতিটি মুহূর্ত অর্জন করেছ।”


ভিডিও স্টোরি