Latest News

এই সেদিন সাপের ছোবল খেলেন, এবার অটো নিয়ে রাস্তায় সলমন! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: এই সেদিন সাপের (snakebite) তিন তিনখানা ছোবল খেয়ে পরদিন পানভেলের ফার্মহাউসে ৫৬ তম জন্মদিন (birthday)  পালন করলেন।  এবার এক ভাইরাল ভিডিওতে অটো রিক্সা (autorickshaw) চালাতে দেখা গেল সলমন খানকে (salman khan)! পরনে নীল টি শার্ট, মাথায় টুপি। পানভেলের রাস্তায় প্রিয় নায়ককে অটো চালাতে দেখে খুশি, উচ্ছ্বাসে মাতোয়ারা সলমনের ভক্তকূল (fans)। ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়েছে ‘দাবাং’ নায়কের সেই ভিডিও।

নানা মজার মন্তব্য করেছেন সলমনের ফ্যানরা ভিডিও দেখে। যেমন, একজন লিখেছেন, হাহাহাহা, সল্লু ভাই রকস। আরেকজনের কথায়, একেবারে মাটির কাছে থাকা মানুষ!

গত সপ্তাহের শেষেই সাপের ছোবল খেয়ে হাসপাতালে যেতে হয় সলমনকে। রবিবার সকালে চিকিত্সার পর নভি মুম্বইয়ের কামোথের ওই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তা নিয়েও মজা করতে দ্বিধা করেননি সলমন। বলেন, সাপটাকে ছেড়ে দিই। বোন খুব ভয়ে পেয়ে যায়। তাই ওর জন্য সাপের সঙ্গে একটা ছবি তুলি। সাপ সে দোস্তি হো গয়ি। বাবা জিজ্ঞাসা করেছিল, কী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, টাইগার ভি জিন্দা হ্যায়, সাপ ভি জিন্দা হ্যায়।

সম্প্রতি সৌদি আরবের রিয়াধ থেকে দেশে ফেরেন সলমন। দাবাং রিলোডেড ট্যুরে গিয়েছিলেন।  এরপর তাঁকে দেখা যাবে কিক-২, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে। ক্যাটরিনা কঈফের সঙ্গে দেখা যাবে টাইগার থ্রি-তে। শেষ সলমনকে দেখা গিয়েছে মহেশ মঞ্জরেকর পরিচালিত অন্তিম ছবিতে।

 

 

 

You might also like