
নানা মজার মন্তব্য করেছেন সলমনের ফ্যানরা ভিডিও দেখে। যেমন, একজন লিখেছেন, হাহাহাহা, সল্লু ভাই রকস। আরেকজনের কথায়, একেবারে মাটির কাছে থাকা মানুষ!
SALMAN KHAN Driving Auto Rikshaw Tonight! 🔥 pic.twitter.com/1gUBI17UrA
— SH!VAM 🔱 (@ibeingshivay) December 28, 2021
গত সপ্তাহের শেষেই সাপের ছোবল খেয়ে হাসপাতালে যেতে হয় সলমনকে। রবিবার সকালে চিকিত্সার পর নভি মুম্বইয়ের কামোথের ওই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তা নিয়েও মজা করতে দ্বিধা করেননি সলমন। বলেন, সাপটাকে ছেড়ে দিই। বোন খুব ভয়ে পেয়ে যায়। তাই ওর জন্য সাপের সঙ্গে একটা ছবি তুলি। সাপ সে দোস্তি হো গয়ি। বাবা জিজ্ঞাসা করেছিল, কী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, টাইগার ভি জিন্দা হ্যায়, সাপ ভি জিন্দা হ্যায়।
সম্প্রতি সৌদি আরবের রিয়াধ থেকে দেশে ফেরেন সলমন। দাবাং রিলোডেড ট্যুরে গিয়েছিলেন। এরপর তাঁকে দেখা যাবে কিক-২, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে। ক্যাটরিনা কঈফের সঙ্গে দেখা যাবে টাইগার থ্রি-তে। শেষ সলমনকে দেখা গিয়েছে মহেশ মঞ্জরেকর পরিচালিত অন্তিম ছবিতে।