শেষ আপডেট: 28th March 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: ওরহান আওয়াত্রামনি, সংক্ষেপে ওরি (Orry)— সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত নাম। কখনও বড়সড় পার্টিতে তাঁর উপস্থিতি, কখনও রিহানার সঙ্গে ছবি বা স্টার কিডদের সঙ্গে তাঁর আড্ডা— সব মিলিয়ে নেটিজেনদের মনে ওরিকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কিন্তু ওরি কী করেন? কীভাবে এত বিখ্যাত হলেন? তাঁর আয় কত? এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট নয় কারও কাছেই।
তবে অনেকেই জানেন না, ওরির জনপ্রিয়তার পিছনে রয়েছেন এক অভিনেত্রী, যিনি একসময় শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। তিনি কিম শর্মা— ‘মহব্বতে’-খ্যাত অভিনেত্রী। বর্তমানে তিনি ওরির ম্যানেজার এবং তাঁর সাফল্যের অন্যতম কারিগর।
কিম শর্মার স্ট্র্যাটেজিতেই বদলে গেল ওরির কেরিয়ার
ওরি এখন ১০ কোটি টাকার সম্পত্তির মালিক। সম্প্রতি, কিম শর্মা এক পডকাস্টে ওরির সাফল্যের রহস্য ফাঁস করেছেন। অভিনেত্রী জানান, তাঁদের নির্দিষ্ট পরিকল্পনার ফলেই ওরি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। কিমের কথায়, “ওরির চারপাশে যে রহস্য তৈরি হয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। আমরা ইচ্ছাকৃতভাবে কিছু প্রশ্নের উত্তর দিই না। এটা একটা সফল সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট। ওরি অত্যন্ত বুদ্ধিমান এবং লক্ষ্যে স্থির একজন ব্যক্তি। আমি একবার যখন ওর হাত ধরেছি। আর ছাড়ব না।”
কিম শর্মার কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০০০ সালে ‘মহব্বতে’ ছবিতে যুগল হংসরাজের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘তুমসে আচ্ছা কৌন হ্যায়’, ‘লেডিজ টেলর’-এর মতো কিছু ছবিতে দেখা গেলেও, ধীরে ধীরে বলিউড থেকে সরে যান তিনি। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘লুট’ ছবির পর অভিনয় ছেড়ে দেন কিম। এরপর কিছুদিন কেনিয়ায় ছিলেন, তবে এখন তিনি ধর্মা কর্নারস্টোন এজেন্সির একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, যেখানে তিনি ওরিসহ একাধিক সেলিব্রিটির প্রোফাইল সামলান।
কিম শর্মার ব্যক্তিগত জীবনও বহুবার চর্চায় এসেছে। একসময় তিনি ক্রিকেটার যুবরাজ সিং-কে ডেট করতেন, যদিও সেই সম্পর্ক টেকেনি। পরে লিয়েন্ডার পেজের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসে, তবে শেষ পর্যন্ত সেটাও ভেঙে যায়। তাছাড়া কিমের বিয়ে হয়েছিল কেনিয়ার ব্যবসায়ী আলি পুঞ্জানির সঙ্গে। ২০১০ সালে বিয়ের পর তিনি কেনিয়া চলে যান। তবে বিবাহবিচ্ছেদের পর ফের ভারতে ফিরে আসেন। আজ তিনি বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেকটাই দূরে, কিন্তু তাঁর হাত ধরেই ওরি রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন!