শেষ আপডেট: 26th February 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: বয়স ষাট ছুঁইছুঁই! তবে দেখে বোঝা যায় না। এই বয়সেও দুর্দান্ত এনার্জিতে ভরপুর শাহরুখ খান। এত বছর পর তিন তিনটে ব্লকব্লাস্টারের সঙ্গে ফিরেছেন তিনি। দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের সাহায্যে ঘরে এসেছে 'সেরা অভিনেতা'-র তকমাও।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল কিং খানের শার্টলেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সেটি পোস্ট করলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখের ডান হাতে ধরা একটা গ্লাস। আঙ্গুলে পরেছেন বেশ কয়েকটি আংটি। যাতে এক একটা অক্ষর আঁকা। সেই অক্ষরগুলি যোগ করলে হয় 'Dayavol x'।
View this post on Instagram
ছেলে আরিয়ান খানের ক্লোদিং ব্র্যান্ড এটি। আগের বছরেই সোশ্যাল মিডিয়ায় বাবাকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছিলেন ছেলে। আবারও সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে কিং খান। এখানে মূলত স্ট্রিটওয়ার পাওয়া যায়। অর্থাৎ ক্যাজুয়াল শার্ট, এক্সেসরিজ, জুতো আরও অনেক কিছু। যদিও আরিয়ানের ব্র্যান্ডের মূল লক্ষ্য ক্যাজুয়াল ও ফরমাল লুককে মিলিয়ে দেওয়া। এই প্রোডাক্টগুলি ইউনিসেক্স, অর্থাৎ ছেলেমেয়ে উভয়ই পরতে পারবে।
শাহরুখ সবসময়ই বলে এসেছিলেন তাঁর বড় ছেলে অভিনয়ের থেকেও বেশি উৎসাহী পরিচালনায়। বিদেশ থেকে ফিল্ম স্টাডিজও করেছেন খান-পুত্র। তাঁর নির্দেশনায় প্রথম ছবি 'স্টারডম'-এর কাজ শুরু হয়ে গেছে। দিল্লির একটি ছেলের স্টার হয়ে ওঠার গল্প বলবে এই সিনেমা। সূত্রের খবর অনুযায়ী বাবারই গল্প বলতে চলেছে ছেলে। তবে কে অভিনয় করছেন বা কবে এটি মুক্তি পাবে তা জানা যায়নি।