শেষ আপডেট: 19th February 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরত তাঁদের। তবে এক মহাকুম্ভই বদলে দিয়েছে মোনালিসার জীবনের গোটা চিত্রটাই। রাতারাতি হয়ে উঠেছেন সেনসেশন। না, আর তাঁকে মালার পসরা সাজিয়ে যেতে হয় না মেলায়। মোনালিসা এখন বিমানে চড়ে ছবির প্রচারে উড়ে যান দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। দর্শকদের উদ্দেশে হাত নাড়েন, মিডিয়ার সঙ্গেও কথা বলেন অবিরাম।
এ হেন মোনালিসা যে ছবিতে অভিনয় করছেন এ খবর আর নতুন নয়। পরিচালক সনোজ মিশ্র 'দ্য মণিপুর ডায়েরি'তে কাস্ট করেছেন তাঁকে। জীবনের প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা? আগে কোনওদিন এত টাকা একসঙ্গে দেখেনি মেয়েটি। জানা যাচ্ছে এক-দু লক্ষ নয়, তাঁর পারিশ্রমিক নাকি ২১ লক্ষ টাকা। ইতিমধ্যেই বেশ কিছু টাকা অগ্রীম দেওয়া হয়েছে।
সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়েছিলেন। ইংরেজিতে পারদর্শী নন মোনালিসা। তবে শো-বিজ বড়ই জটিল। এখানে কেতাদুরস্ত না হলে নেমে আসে কটাক্ষ। তাই সনোজই দায়িত্ব নিয়েছেন তাঁকে ইংরেজি শেখানোর। প্রস্তুতি চলছে জোরকদমে। মহাকুম্ভের মহিমা কি একেই বলে?