শেষ আপডেট: 26th December 2023 19:51
দ্য ওয়াল ব্যুরো: ছবির প্রধান অভিনেতা তেমন নামী কেউ নন। বলা ভাল, গল্পের বিষয়বস্তুতেই বাজিমাত করেছেন পরিচালক। কঙ্গনা রানাওয়াতের বড় বাজেটের ছবির সঙ্গে মুক্তি পেয়েও ধীরে ধীরে বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে ‘টুয়েল্ভথ ফেল’। এবার বিক্রম ম্যাসের নতুন ছবিটি আসতে চলেছে ওটিটির পর্দায়। জানা গিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সামাজিক বার্তাবাহী ছবি।
‘টুয়েল্ভথ ফেল’ আইপিএস মনোজ কুমার শর্মা ও আইআরএস শ্রদ্ধা যোশীর জীবনের অনুপ্রেরণায় তৈরি। সিনেমায় বিক্রান্ত ম্যাসে, মেধা শঙ্কর, অনন্ত ভি যোশী, অংশুমান পুষ্কর, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা রয়েছেন। ছবিটি সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পাশাপাশি বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছে স্বল্প বাজেটের এই ছবি। যা বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
চলতি বছর ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘টুয়েল্ভথ ফেল’। আর মুক্তির পর থেকেই সর্বত্র ছবিটি নিয়ে প্রশংসা হচ্ছে। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে লেখা অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েল্ভথ ফেল’ অবলম্বনে পরিচালক বিধু বিনোদ চোপড়া ছবিটি বানিয়েছেন। যা দর্শকের নজর কেড়েছে। চম্বলের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মনোজ কুমার শর্মা কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন, তাই নিয়েই মূল গল্প।
ছবিতে মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ২০ কোটি টাকা বাজেটের এই সিনেমা ইতিমধ্যে বক্স অফিসে ৫৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।