শেষ আপডেট: 8th November 2023 18:15
দ্য ওয়াল ব্যুরো: বিধুবিনোদ চোপড়ার হাত ধরে অনেকদিন পর আবার সিনেমার পর্দায় দেখা গেল অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। বক্স অফিসে বেশ সফলতাও পেয়েছে বিক্রান্তের এই সিনেমা। অভিনেতাকে নিয়ে লেখালেখি চলছে খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। তবে বিক্রান্ত অবশ্য বিধুবিনোদ চোপড়ার ছবিতে কাজ করতে পেরে বেশি উচ্ছ্বসিত। বলিউডের এই নামী পরিচালকের ছবিতে কাজ করে রীতিমত মুগ্ধ অভিনেতা।
বিক্রান্ত বলেছেন, “আমি স্বপ্নেও কল্পনা করিনি যে বিধু বিনোদ চোপড়ার ছবিতে মূল চরিত্রে কাজ করব। আমার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই ছবিটা আমার কাছে সারাজীবন বিশেষ একটা কাজ হয়ে থেকে যাবে। এখানে আমার আর বিধু বিনোদ স্যারের জীবনের বেশ কিছু ঝলক তুলে ধরা হয়েছে। তবে সেটা সবার পক্ষে জানা বা বোঝা সম্ভব না। আমি জীবনে যা যা চেয়েছি, এই কয়েক বছরে তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আমি বলতেই পারি যে, আমার কেরিয়ারে আমি অনেকটাই সফল।”
তবে বিক্রান্তকে সাফল্য খুব সহজে ধরা দেয়নি। তার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে। একসময় মুম্বইয়ের লোকাল ট্রেনে ঝুলে ঝুলে যাতায়াত করতেন। পারিবারিক স্বচ্ছলতা তেমন ছিল না। আর সেই অবস্থা দেখে ইন্ডাস্ট্রির অনেক ‘বন্ধু’ও নাকি মুখ ফিরিয়ে নিয়েছিল। বিক্রান্তের কথায়, “আমার আর্থিক অবস্থা ভাল ছিল না। সেই দুর্দশা দেখে অনেকেই আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছিল। যাঁদের বন্ধু বলে চিনতাম, তাঁরা নিমেষে রং পাল্টে নিয়েছে। কিন্তু পরিবার পাশে ছিল। তাই নিজের উপর বিশ্বাস হারাইনি।”
ওটিটিতে ‘মির্জাপুর’ হোক বা বড়পর্দায় ‘ছপক’, বিক্রান্তকে বরাবর দেখা গিয়েছে সাদামাটা সাধারণ মানুষের চরিত্রে। ‘টুয়েলভথ ফেল’-ও তার ব্যতিক্রম নয়। অভিনেতার কথায়, “আমি বারবার এই ধরনের চরিত্রের সন্ধানেই থাকি। আমি সিনেমার পর্দায় সাধারণ মানুষের হয়েই বারবার আওয়াজ তুলতে চাই। আমি বাস্তব জীবনেও যেমন সাদাসিধে, সিনেমা হোক বা সিরিজেও তেমনই চরিত্র খুঁজে নিই। আজ আমি যে জায়গায়, তারজন্য বেশিরভাগ কৃতিত্ব দর্শকদের। তাই আমি ওঁদের পছন্দমতই কাজ করে যাব ভবিষ্যতে।”