ছেলের প্রথম জন্মদিনের ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে ছেলের জন্মসার্টিফিকেটে ‘ধর্ম’ সংক্রান্ত ঘরটি ফাঁকাই রেখে দিলেন তিনি।
বিক্রান্ত মাসে
শেষ আপডেট: 2 July 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: ছেলের প্রথম জন্মদিনের ঠিক আগেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে ছেলের জন্মসার্টিফিকেটে ‘ধর্ম’ সংক্রান্ত ঘরটি ফাঁকাই রেখে দিলেন তিনি। বললেন, "ধর্ম হোক ব্যক্তিগত পছন্দ, চাপিয়ে নয়।"
চলতি বছর এক বছর পূর্ণ করেছে তাঁদের ছেলে বেদান্ত। ছেলের জন্মসনদ তৈরি করতে গিয়ে সরকারের দেওয়া ফর্মে ধর্মের ঘরে কী লেখা হবে, তা নিয়ে খানিকক্ষণ থমকে যান ‘টুয়েলভ ফেল’-এর অভিনেতা।
কারণটা শুধু ব্যক্তিগত নয়, পারিবারিকও। বিক্রান্ত হিন্দু হলেও তাঁর বাবা খ্রিস্টান, মা শিখ। পরিবারেরই আরেক সদস্য—ভাই—মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন ‘মইন’। এই বৈচিত্র্যেই বেড়ে উঠেছেন বিক্রান্ত। তাই ছেলের ধর্মের ঘরে কোনও কিছু লিখে তাকে কোনও নির্দিষ্ট ধারায় বেঁধে দিতে চাননি অভিনেতা।
সিদ্ধান্ত নিয়ে বিক্রান্ত বলেন, “আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করুক বা নিজেকে কোনও গণ্ডিতে বেঁধে ফেলুক। ও যেন নিজে বেছে নিতে পারে নিজের বিশ্বাস। সরকার তো ধর্ম উল্লেখ করতেই হবে বলে না, তাহলে কেন জোর করব?”
বিক্রান্ত নিজেও নিজের বিশ্বাস নিয়ে বহুবার সরব হয়েছেন। তিনি বলেন, “আমি পুজো করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই। সব জায়গাতেই আমি শান্তি খুঁজি। আমার বাবামা ভিন্ন ধর্মের, তবুও কোনওদিন অশান্তি হয়নি।”বেকার যুবকের লড়াই নিয়ে নির্মিত ‘টুয়েলভ ফেল’-এ অভিনয় করে ২০২৩ সালে নজর কেড়েছিলেন বিক্রান্ত মাসে। পরের বছর ‘দ্য সবরমতী রিপোর্ট’ মুক্তির পর ঘোষণা করেন অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। যদিও পরে ভক্তদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।