শেষ আপডেট: 26th November 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো: অল্প বাজেটের ছবি কিন্তু রয়েছে সামাজিক বার্তা—তাতেই বাজিমাত করল ‘টুয়েল্ভথ ফেল’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এবং বিক্রান্ত ম্যাসে অভিনীত এই ছবিটি এবার অস্কারে পাঠানো হল। এক সংবাদমাধ্যমে এই খবরটি স্বীকার করেছেন বিক্রান্ত। তিনি জানান, নির্মাতারা ব্যক্তিগত উদ্যোগেই ছবিটি অ্যাকাডেমিতে পাঠিয়েছেন।
‘গদর ২’, ‘জওয়ান’-এর মতো রেকর্ড গড়া সিনেমার পাশাপাশি চলতি বছর ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘টুয়েল্ভথ ফেল’। আর মুক্তির পর থেকেই সর্বত্র ছবিটি নিয়ে প্রশংসা হচ্ছে। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে লেখা অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েল্ভথ ফেল’ অবলম্বনে পরিচালক বিধু বিনোদ চোপড়া ছবিটি বানিয়েছেন। যা দর্শকের নজর কেড়েছে।
চম্বলের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মনোজ কুমার শর্মা কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন, তাই নিয়েই মূল গল্প। ছবিতে মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। তাঁর অভিনয় তুমুল প্রশংসিত হয়। ২০ কোটি টাকা বাজেটের এই সিনেমা ইতিমধ্যে বক্স অফিসে ৫৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
‘টুয়েল্ভথ ফেল’-এর এমন বক্স অফিস সাফল্য অপ্রত্যাশিত ছিল নির্মাতাদের কাছে। উপরি পাওনা সমালোচকদের প্রশংসা। আর তারপরই ছবিটিকে অস্কারে পাঠানোর তোড়জোড় শুরু করা হয়। পরিচালক বিধু বিনোদ চোপড়া থেকে শুরু করে সবারই আশা, ভারতের বক্স অফিসের পর অ্যাকাডেমির মঞ্চেও সাফল্য পাবে ‘টুয়েল্ভথ ফেল’।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কঙ্গনা রানাউতের ‘তেজস’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল ‘টুয়েল্ভথ ফেল’। কিন্তু বক্স অফিসে কঙ্গনার ছবিটি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এই নিয়ে টানা এক ডজনের বেশি ফ্লপের মুখে পড়লেন অভিনেত্রী। অন্যদিকে লাইমলাইট কেড়ে নেয় ‘টুয়েল্ভথ ফেল’। সঙ্গে প্রধান চরিত্রে বিক্রান্তের অভিনয় মানুষের মন জয় করে।