শেষ আপডেট: 5th February 2025 00:21
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই মুম্বইয়ে ‘ছাবা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রশ্মিকাকে ধরে ধরে মঞ্চে তুলতে দেখা গিয়েছিল অভিনেতা ভিকি কৌশলকে। কিন্তু এবার চিত্র কিছুটা আলাদা। আসলে ঠিক কী হয়েছে? সেটাই জেনে নেওয়া যাক। সম্প্রতি, বিজয় দেবেরাকোণ্ডাকে রশ্মিকা মন্দনার সঙ্গে একটি শপিং মলের বাইরে দেখা যায়। নেটপাড়া মনে করে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন। ফলে তাঁর 'প্রেমিকা'কে এভাবে পিছনে ফেলে এগিয়ে যাবেন, তা ভাবতেও পারেনি অধিকাংশ নেটিজেন।
বিজয় দেবেরাকোণ্ডার চরিত্রের উগ্র পৌরুষরূপ দর্শকদের কাছে এখনও জনপ্রিয়, বিশেষ করে ‘অর্জুন রেড্ডি’তে তাঁর অভিনয় অনেকের মন ছুঁয়ে গেছে। তবে এবার বাস্তব জীবনে তাঁর আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রশ্মিকা পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, অথচ বিজয় তার পাশে উদাসীনভাবে হাঁটছিলেন।
Rashmika and Vijay spotted together
byu/Glad-Ad5911 inBollyBlindsNGossip
রশ্মিকার ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশল তাকে সবসময় সাহায্য করছিলেন, তাকে হুইলচেয়ারে ঘোরাতে দেখা যাচ্ছিল। তবে বিজয়ের আচরণে নেটিজেনরা বেশ মুষড়ে পড়েন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শপিং মলের সিঁড়ি দিয়ে নামার সময় বিজয় দ্রুত চলে যান, কিন্তু রশ্মিকা ধীরে ধীরে হাঁটতে থাকেন, দু'টি ক্র্যাচ হাতে ধরে। এ ঘটনার পর, নেটপাড়ার অনেকেই বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে, ছবির নতুন গান ‘জানে তু’, যা শুক্রবার মুক্তি পেয়েছে, গেয়েছেন অরিজিৎ সিং। গানের সুর ও কথা শ্রোতাদের মনে দাগ কাটছে। মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজ ও মহারানি ইয়েসুবাঈ-এর প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে এই গানে, যা সপ্তদশ শতকের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে।