শেষ আপডেট: 9th November 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: বলিউড হোক বা দক্ষিণী ছবি, মাত্র কয়েক বছরেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। দর্শকদের মন জিতে নিতে তুমি পারদর্শী। একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় দিয়ে মন জিতেছেন অসংখ্য মানুষের। ফলে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। হঠাৎই তাঁর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিজয়। কিন্তু কী হয়েছে অভিনেতার সঙ্গে? সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। হঠাৎই তাঁর পা পিছলে যায়। হুরহুর করে পড়ে যান সিঁড়ি থেকে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন আশেপাশে থাকা মানুষজন। সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। দূর থেকে সেই ঘটনার মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন পাপারাৎজিরা।
সূত্রের খবর, আচমকা ওভাবে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন বিজয়। শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। তাঁকে দেখার এবং তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমেছিল বহু মানুষের। একটি বহুতল বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে তখন নামছিলেন অভিনেতা। তাঁর বাইরে আসার অপেক্ষায় দাঁড়িয়ে অনেক মানুষ। সেই সময়ই ঘটে এমন দুর্ঘটনা।
View this post on Instagram
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, নায়কের আগে, পরে অনেকজনই ছিলেন ভিড় করে। কিন্তু সকলের চোখের সামনের গড়িয়ে পড়ে যান বিজয়। আচমকা একটি আওয়াজে সবাই চমকে যান। তখন ঘুরে তাকিয়ে দেখেন নায়ক পড়ে গিয়েছে। যে দৃশ্য প্রকাশ্যে আসার পর রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেধে যায়। পড়ে যাওয়ার পরে উঠে যায় দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁর আশেপাশে থাকা মানুষ জন হাত ধরে তোলেন। বর্তমানে তিনি কেমন অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি।
বর্তমানে আরও একটি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজয়। তিনি নাকি রশ্মিকা মন্দনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। তা নিয়ে যদিও দু'জনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের একে অপরকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।