শেষ আপডেট: 28th September 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: আমার আপনার মানুষের কাছে মনের মতো বাড়ি খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ক্ষেত্রেও যে এমনটা হতে পারে তা ভাবা যায় না। জানিয়েছেন স্বামীকে নিয়ে এখনও ভাড়া বাড়িতেই থাকেন তিনি। কিন্তু কেন?
সিডনির এক অনুষ্ঠানে বিদ্যা ভাগ করে নিলেন মায়ের সঙ্গে তাঁর বাড়ি খোঁজার অভিজ্ঞতার গল্প। অভিনেত্রী বলেন, ‘মনে আছে ১৫ বছর আগে মা আর আমি নিজেদের জন্য একটা বাড়ি খুঁজতে বেরোই।
আমাদের ইচ্ছে ছিল বান্দ্রা বা জুহুতে থাকব। এতে আমার কাজের ক্ষেত্রেও সুবিধে হবে। চেম্বুরে থাকার কারণে আমার যাতায়াতেই সময় চলে যেত।’
বিদ্যা জানান, অনেক জায়গায় আমরা বাড়ি দেখা শুরু করি। যাই পছন্দ হয় সবই বাজেটের বাইরে। এভাবেই খুঁজতে খুঁজতে একটা খালি ফ্ল্যাটের খোঁজ পাই। তার বাজেটও হাতের নাগালের বাইরে। তখন মা বলল, আরও বেশি করে কাজ করে যেন সেই ফ্ল্যাটের ইএমআই মেটাই। যদিও সেই সময় ফ্ল্যাটটা কিনতে পারিনি।’
২৫টি বাড়ি ঘুরেও বিদ্যা কোনও বাড়ির জন্য একমত হতে পারেননি। তাই বিয়ের আগে পর্যন্ত বাবা-মায়ের সঙ্গেই থেকেছেন সে কথাও জানান। এখন তাই স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ভাড়া বাড়িতেই থাকেন অভিনেত্রী।
তাঁর কথায়, ‘ভেবেই নিয়েছিলাম কখনও ভাড়া বাড়িতে থাকব না। কিন্তু ২৫টা বাড়ি ঘুরেও যখন মন মতো বাড়ি পেলাম না তখন এই বাড়িটা পছন্দ হয়ে যায়। তাই এখনও পর্যন্ত আমি আর সিদ্ধার্থ ভাড়া বাড়িতেই থাকি।’
শেষে বিদ্যা মজা করে বলেন, ‘আমিও মন মতো বাড়ি পেয়ে খুশি, বাড়িওয়ালাও প্রতি মাসে মোটা অঙ্কের চেক পেয়ে খুশি।’
প্রসঙ্গত, ভুলভুলাইয়া ৩-এর টিজারে বাংলায় গালাগালি করতে দেখা যায় বিদ্যা বালানকে। পিছন থেকে কথা বলছেন কার্তিক আরিয়ান। যা দেখে উচ্ছসিত দর্শক।