শেষ আপডেট: 29th October 2024 01:01
দ্য ওয়াল ব্যুরো: ভুলভুলাইয়া ৩-এর প্রচারে সোমবার কলকাতায় আসেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান। কালো সালোয়ার কামিজ পরে দীপাবলির সাজে সেজেছিলেন অভিনেত্রী। প্রচার সংক্রান্ত কাজের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গে কথা বলেন। জানান, এই ঘটনা শহরে হয়েছে বলে বিশ্বাসই করতে পারেননি তিনি।
বাংলার সঙ্গে বিদ্যার যোগ বহু পুরনো। বাংলায় কথাও বলেন তিনি মাঝেমধ্যে। কাহানির শুটিংয়ের সময় বাংলাকে অনেকটাই কাছ থেকে দেখেছিলেন তিনি। তারপর শহরে এসেছেন বহুবার। কিন্তু এবার এক অদ্ভুত পরিস্থিতিতে শহরে পা রাখলেন।
কাজ, নতুন ছবি, প্রচারের ব্যস্ততার মাঝেও যে আরজি করের ঘটনা তাঁর চোখ এড়িয়ে যায়নি তা স্পষ্ট বোঝা যায় কথায়। সাংবাদিকদের মুখোমুখি হয়েই এই ঘটনার বীভৎসতা তাঁকে কীভাবে নাড়িয়ে দিয়েছিলেন সেবিষয়ে জানান।
বিদ্যা বলেন, 'আমার সবসময় মনে হয় কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে মহিলাদের খুবই সম্মান দেওয়া হয়। শুধু মুখের কথা নয়, সত্যিই এখানে মহিলাদের শ্রদ্ধা করা হয়। যখন এখানে এমন ঘটনা ঘটেছে বলে শুনি, আমি অবাক হই। আমি স্তব্ধ হয়ে যাই।'
অগস্ট থেকে আরজি করের ঘটনায় প্রতিবাদ চলছে। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ঘটনার আঁচ পৌঁছেছে শহর ছাড়িয়ে দেশ-বিদেশে। এই ঘটনায় ভাবিয়েছে অভিনেত্রীকেও। তিনি বলেন, 'আমি যখন এই ঘটনার কথা শুনি, বিশ্বাসই করতে পারিনি এমন হয়েছে। এটা তো মায়ের শহর। এখানে কীভাবে এমন ঘটনা হল, আমি সত্যিই বুঝতে পারছি না।'
প্রসঙ্গত, ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ভুলভুলাইয়া ৩। নায়ক কার্তিক আরিয়ান। মঞ্জুলিকার ভূমিকায় দর্শকদের মনোরঞ্জনে হাজির হচ্ছেন বিদ্যা। তারই প্রচারে এসে একাধিক বিষয় শেয়ার করেন তিনি। সহ অভিনেতার প্রশংসাও করেন। নিজে যে ভূতে বিশ্বাস করেন, সেকথা জানান। তবে, তাঁর কথায়, 'যতক্ষণ তেনাদের দেখতে পাচ্ছি না ততক্ষণ ঠিক আছে। খুশি আমি।'