শেষ আপডেট: 28th October 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় নিয়ে যেমন প্রশংসিত হয়েছেন সর্বসমক্ষে, তেমনই চেহারা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রতিনিয়ত। তাঁর ওজন বাড়া কমা চর্চার কেন্দ্রবিন্দু থেকেছে বহুদিন। এই নিয়ে ডোন্ট কেয়ার বিদ্যা বালান অভিনয়কে লক্ষ্য বানিয়ে এগিয়ে গিয়েছেন। জিতেছেন একের পর এক খেতাব। কিন্তু তিনি মনে মনে চেষ্টা করে গেছেন ওজন কমানোর, ফিট থাকার। ভুল ভুলাইয়া থ্রি মুক্তির আগে সেই বিদ্যাই চমকে দিলেন সকলকে। হঠাই হয়ে গেলেন রোগা। তাও ওয়ার্কআউট ছাড়া। বলছেন অভিনেত্রী নিজেই।
কিসমত কানেকশনের সময় যেমন ছিপছিপে ছিলেন তার চেয়েও বেশ খানিকটা রোগা হয়েছেন অভিনেত্রী। তাঁকে নাকি অনেকেই বলছেন, স্লিমেস্ট, কেরিয়ারে এই তাঁর সবচেয়ে রোগা চেহারা। হঠাৎ কীভাবে এত রোগা হলেন তিনি? এক সাক্ষাৎকারে বললেন নিজেই।
কোনও ওয়ার্কআউট করেননি এক বছর, তাও রোগা হয়ে গেলেন টুক করে। সবাই এই নিয়ে প্রবল কৌতুহল। বিদ্যা জানালেন তাঁর সিক্রেট। বললেন, দক্ষিণ ভারতের এক সংস্থা তাঁকে ওজন কমাতে সাহায্য করেছে। হঠাৎ সেই সংস্থার সংস্পর্ষে আসেন তিনি। তারপরই হয় ম্যাজিক।
ওয়ার্কআউট করতে হবে না। এটা শুনে অভিনেত্রী নিজেও চমকে গেছিলেন। তাহলে, কীভাবে কমবে ওজন! আমুরা হেলথ নামের দক্ষিণ ভারতের ওই সংস্থা জানায়, এটা ইনফ্ল্যামেশন, ফ্যাট নয়। এরপরই ডায়েট দেন অভিনেত্রীকে। যে ডায়েটে ভর করেই ফের ফিট বিদ্যা বালান।
অভিনেত্রী এবিষয়ে সাক্ষাৎকারটিতে জানান, 'আমরা মনে করি সবজি মানেই শরীরের জন্য ভাল। কার কোনটা শরীরে সহ্য হবে বা হবে না সে সম্পর্কে কোনও ধারণাই নেই। পালং শাক ও লাউ যে আমার সহ্য হয় না, আমি এতদিন জানতামই না। ওরাই আমায় জানায় এবিষয়ে। আমি জন্ম থেকে ভেজিটেরিয়ান। কিন্তু এটাই জানতাম না। আগে জানতে হবে কোনটা নিজের শরীরে সহ্য হবে।'
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'মোটা বললেই অনেকে অপমানিত হন, ছোট থেকে দেখছি। আমার যদিও গায়ে লাগে না। আমি ওভাবে দেখিই না বিষয়টা। আমার মনে হয়, মোটা শব্দটা শুধু একটা শরীরের আকারকে বর্ণনা করে। আর কিছু নয়।'