শেষ আপডেট: 18th March 2022 10:50
দ্য ওয়াল ব্যুরো: একটা ভুল, আর তা রীতিমতো ভাইরাল (Viral)! এমনি কাণ্ড ঘটল ভিকি কৌশলের (Vickey Kaushal) সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ভিকি-র একটি শার্টলেস ছবি!
ছবিটি নিজের সোশ্যাল মিডিয়ায় দিতে চাননি ভিকি। পাঠাতে গিয়েছিলেন স্ত্রী ক্যাটরিনাকে (Katrina Kaif)। কিন্তু ভুল করে আপলোড হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ব্যস, দেখে কে। মুহূর্তে ভক্তদের মনে ঝড় তুলেছে এই ছবি। বাধ্য হয়ে নিজেই লিখেছেন যে, ছবিটি তিনি ক্যাটরিনাকে পাঠাতে চেয়েছিলেন।
২০২১ সালে করোনার মধ্যে টিনসেল টাউনে সবচেয়ে বেশি চর্চার বিষয় ছিল ভিকি আর ক্যাটরিনার বিয়ে। অনেকটা নিভৃতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবুও তাঁদের নিয়ে জল্পনা এখনও আছে ভক্তদের মধ্যে।
তার মাঝেই বিয়ের পর প্রথম হোলি এই নব দম্পতির। সেই নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল। কেমন কাটালেন এই হোলি তাঁরা? ক্যাটরিনা কাইফ ও ভিকি দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন।
সেখানে দেখা যাচ্ছে, ভিকি কৌশল, তাঁর মা ও পরিবারের সঙ্গে রঙের উৎসবে মেতেছেন। যা ইতিমধ্যে ভক্তকুলের মন জয় করে নিয়েছে। কিন্তু ওই চর্চায় আছে যে এখনও ভিকির 'ভুল'।