ভিকি কৌশল- রশ্মিকা মান্দানা (ছবি-গুগল)
শেষ আপডেট: 21 April 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগে থেকেই সাফল্যের মুখ দেখছে ভিকি কৌশল অভিনীত 'ছাভা'। গত ১৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পায় এই ছবি। ভিকি ও রশ্মিকা মান্দানার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার বক্স অফিসে ৬০০ কোটির গণ্ডি পেরিয়ে ফেলল 'ছাভা'। ভিকি'র ছবি প্রথম নন সিক্যুয়েল হিন্দি সিনেমা হিসেবে ইতিহাস সৃষ্টি করল (Vicky Kaushal's Chhaava Creates History)।
হিন্দির পাশাপাশি তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'ছাভা', যা সমানভাবে সফলতা পেয়েছে। মুক্তির দশম সপ্তাহে ভিকি-রশ্মিকার 'ছাভা' ৬০০ কোটি টাকা উপার্জন করে। 'পুষ্পা ২', 'স্ত্রী ২'-র পর 'ছাভা' তৃতীয় সিনেমা, যেটি এই কৃতিত্ব অর্জন করেছে। তবে 'নন সিক্যুয়েল' সিনেমা হিসেবে শীর্ষে রয়েছে এই সিনেমাটি।
ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনী তুলে ধরা হয়েছে 'ছাভা' সিনেমায়। ভিকি, রশ্মিকার পাশাপাশি অক্ষয় খান্নার (Akshay Khanna) অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
ছেলের ছবি ৬০০ কোটি আয় করতেই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। এছাড়া রশ্মিকা মান্দানাও (Rashmika Mandana) দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে 'ছাভা'র। হিন্দি ভাষায় ইংরেজি সাবটাইটেলের (English subtitles) সঙ্গে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। তবে ওটিটি প্ল্যাটফর্মে তেলেগু ও তামিল ভাষায় কবে থেকে এই সিনেমা দেখা যাবে তা জানা যায়নি।