ভিকি কৌশল
শেষ আপডেট: 7 February 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ছবি 'ছাবা' -এর প্রচারে কলকাতায় পা রাখলেন বলিউড তারকা ভিকি কৌশল। শহরে আসার পরই নানান জায়গায় ঘুরে বেড়ালেন তিনি, আর তার সঙ্গে বাংলা ভাষায় কথা বলে অনুরাগীদের হৃদয় জয় করলেন। কালো পাঞ্জাবি, সাদা পায়জামা আর গলায় কালো ওড়নায় নজর কাড়লেন ভিকি কৌশল।
View this post on Instagram
দিনটি শুরু হয় নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজিতে। সেখানে গাড়ির ছাদে খালি পায়ে উঠে উপস্থিত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ান, প্রণাম জানান। এরপর হুডখোলা গাড়িতে শহর পরিক্রমা করেন, গাড়ির চারপাশে গেরুয়া পতাকা আর পাশে ছেলে-মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। সবার উদ্দেশে হাসিমুখে প্রণাম জানান তিনি।
View this post on Instagram
ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিকি শুদ্ধ বাংলায় বলেন, 'নমস্কার কলকাতা, কেমন আছো? আমার সিনেমা আসছে 'ছাবা'। তাড়াতাড়ি পরিবার আর...' একটু ভুলে গিয়েও হাসতে হাসতেই বলেন, 'বন্ধুদের নিয়ে যেতে ভুলবে না। কারণ, এই বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, 'ছাবা দিবস' আসছে। ঠিক না?' তার কথায় উচ্ছ্বসিত জনতার করতালি ও চিৎকারে মুখরিত হয় চারপাশ।
লক্ষ্মণ উটেকর পরিচালিত 'ছাবা' ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে, আর তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় খান্না। ভালবাসার দিনে, ১৪ ফেব্রুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ছাবা'। কলকাতার উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ ভিকি জানালেন, শহরটা তার কাছে বিশেষ, আর বাংলা ভাষায় কথা বলার অভিজ্ঞতাও সত্যিই অসাধারণ।